সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নীতা আম্বানির লিপস্টিকের যা মূ’ল্য তাতে অভিজাত এলাকায় কেনা যা’বে ফ্ল্যাট! জানুন দা’ম

মুকেশ আম্বানির রিয়ালেন্স (Reliance) গ্রুপ এই মুহূর্তে দেশের একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে তাঁর স্ত্রী নীতা আম্বানির সম্পত্তিও নেহাত কম নেই। মুম্বই ইন্ডিয়ানসের মালকিনের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। নীতা আম্বানির ব্যবহৃত পোশাক, ব্যাগ নিয়েও নানা চর্চা হয় সর্বত্র। শোনা যায়, নীতা নাকি বিশ্বের সবচেয়ে দামি জল খান। ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার।

ভারতীয় মুদ্রায় যা ৪৪ লক্ষ টাকারও বেশি। শেষ নয় এখানেই। বিলাসিতার ছোঁয়া রয়েছে তাঁর জীবনের প্রতিটি পরতে পরতে। তিনি যে কাপে চুমুক দেন, তার দাম নাকি প্রায় তিন লক্ষ টাকা। কুমীরের চামড়া দিয়ে তৈরি নীতার ব্যবহার করা ২ কোটি ৬ লক্ষ টাকা দামের ব্যাগ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল।

২০১৭ সালে ওই ব্যাগটি ব্রিটেনে ‘ক্রিস্টিজ’-এ নিলামে উঠেছিল। তালিকা এখানেই শেষ নয়। নামীদামি সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেনা জুতোও ব্যবহার করেন তিনি। সাজগোজ করতে বরাবরই ভালবাসেন নীতা। তাঁর প্রসাধন সামগ্রী দেখলে বিস্মিত হতে হয়।

আরো খবর: মনদৌস যে’তে না যেতেই ফে’র ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি! এবার কোথায় আ’ছ’ড়ে পরবে?

সেই তালিকায় লিপস্টিক থেকে মাসকারা— সব কিছুর দাম আকাশছোঁয়া। অনেকে বলেন, এই লিপস্টিকগুলির দামে নাকি গোটা একটা ফ্ল্যাট কেনা যায়। মুম্বইয়ের বাজারচলতি কোনও প্রসাধনী তিনি ব্যবহার করেন না। নীতার ব্যবহৃত সব প্রসাধন সামগ্রী আসে বিদেশ থেকে।

বিশ্বের সবচেয়ে দামি লিপস্টিক ব্যবহার করেন বলেও শোনা যায়। তাঁর লিপস্টিকের সংগ্রহে আছে বিদেশের নামী সংস্থার তৈরি সব লিপস্টিক। নীতা যে লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙান তার দাম ৪০ লক্ষ টাকা।