সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পদ্মশ্রী ফিরিয়ে দি’তে প্র’স্তু’ত কঙ্গনা, চাইবেন ক্ষ’মা! তবে মানতে হ’বে একটি শ’র্ত

বিতর্কের একটি বড় মুখ কঙ্গনা রানাওয়াত, সম্প্রতি তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। কিন্তু হঠাত কি এমন হলো যার কারণে টাড় পদ্মশ্রী ফিরিয়ে দিয়ে গ্রেফতার করার ডাক উঠলো বিভিন্ন মহল থেকে। আসলে মাঝে মাঝেই দেখা যায় বিভিন্ন ইস্যু নিয়ে কঙ্গনা রানাওয়াতকে মন্তব্য করতে। এবারও তার অন্যথা হয় নি। এবারও তাকে কোনো এক মন্তব্যের কারণে ফের কাঠগড়ায় দাড় করানো হয়েছে তাকে। তবে এই কথায় রাজিও হয়েছেন তিনি, যে তার পদ্মশ্রী ফিরিয়ে দেবেন তিনি, তবে রয়েছে তার কিছু শর্ত। গত কয়েকদিন থেকেই এক বিতর্কের ঝড় উঠেছিল, এতদিন চুপ করে থাকলেও এবার তিনি মুখ খুলেছেন।

আসলে যে কথা নিয়ে এই বিতর্ক, সেখানে তিনি বলেছিলেন যে, ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হয়েছিল, তার পরে ১৯৪৭ সালেও কোন বিদ্রোহ হয়েছিল সেটা তিনি জানেন না। আর সেই নিয়েই শুরু বিতর্ক। আর এখানেই তিনি থেমে থাকেনি। তিনি এর মধ্যেই তার শর্ত রেখেছেন, যদি কেউ তাকে তার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তিনি ক্ষমা চেয়ে তার পদ্মশ্রী ফিরিয়ে দেবেন। এর সাথে তিনি আরও জুড়েছেন, তার কথার মধ্যে যদি কোনও ধরনের অসম্মান জনক কথা থেকে থাকে, তাহলেও তিনি একই কাজ করবেন। তিনি এর আগে রানী লক্ষ্মীবাঈ এর চরিত্রে অভিনয় করেছেন, আর সেখান থেকেই এই বিষয়ে গবেষণা করেছেন যে ১৮৫৭ সালে প্রথম বিদ্রোহ হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে।

এই সবের থেকেও যে সব প্রশ্ন তুলেছেন তিনি তা সত্যি অবাক করেছে অনেককেই, কারণ তিনি জানিয়েছেন যে ডানপন্থী জাতীয়তাবাদ একেবারে তুঙ্গে উঠেছিল সেটা হঠাত করেই থেমে গেলো কেনো? নেতাজীকে হত্যা করা হল, সেখানে গান্ধীজি কোনও সাহায্য করল না কেনো? ভগত সিং শহীদ হল কেনো? আমরা হয়তো স্বাধীনতা আগেই পেতাম, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমরা স্বাধীন হয়েছি ২০১৪ তে, এই সব বিতর্ক মূলক প্রশ্নের জবাব চেয়েছেন তিনি। এই ধরনের মন্তব্য অনেককেই আঘাত করেছে, যার পর থেকেই নেট দুনিয়ায় উঠেছে ঝড়।