সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খে’ল’তে রা’জি ভারতীয় ক্রিকেট টিম, ত’বে শ’র্ত একটাই….

পাকিস্তানের কাছে হোস্টিং রাইটস থাকলেও ২০২৩ সালের এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলছে ,অনেকদিন থেকেই। গতবছরই এশীয় ক্রিকেট কাউন্সিলের(ACC) প্রধান জয় শাহ ঘোষণা করে জানান যে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। তাই এশিয়া টুর্নামেন্টটি করতে হবে অন্য কোনো ভেনুতে।এই ঘোষণার পরই তেলেবেগুনে জ্বলে উঠেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

অন্যদিকে বিসিসিআইকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তৎকালীন পিসিবি প্রধান রামিজ রাজা বলেন যে ‘ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায় তাহলে তারাও ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ বয়কট করবে।’ সম্প্রতি পদচ্যুত হয়েছেন রামিজ রাজা। রামিজের বিদায়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলে সূত্রে খবর।

পাকিস্তান ছাড়া জয় শাহের ‘নিরপেক্ষ ভেনু’র দাবিতে বিরোধিতা করেনি অন্য কোনও অংশগ্রহণকারী দেশ। সূত্রে খবর ভারতের চাপে পাকিস্তানে নয়, শেষ পর্যন্ত এশিয়া কাপের ম্যাচ সরছে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আর সেখানেই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

আরো খবর: গৃহ ঋণ নেওয়ার পর এই ভুলগু’লো একদম করবেন না, বি’রা’ট ক্ষ’তি হতে পারে!

সম্ভবত এই বছর সেপ্টেম্বরে বসতে চলেছে এশিয়া কাপের আসর। PCB সূত্রে খবর, পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি সহ বেশ কয়েকটি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি এশিয়া কাপ নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বাহারিনে ACC-র তরফে এক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি’র বর্তমান চেয়ারম্যান নাজম শেট্টি। বৈঠকের পর বোর্ডের তরফে কোনো আয়োজক দেশের নাম ঘোষণা হয়নি। ফলে ধোঁয়াশা আরও বাড়ছে।