সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ ২৭৩ টি ট্রেন বাতিল, এমন কি বা’তি’ল বহু দূরপাল্লার ট্রেন, রইলো তা’লি’কা

আজ যারা ট্রেনে করে কোথাও বেড়িয়েছেন তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। রবিবার আজ এমনিতেই অনেক ট্রেন ক্যান্সেল থাকে আর তার উপর আজ ১৫ ই জানুয়ারি দূরপাল্লা থেকে শুরু করে লোকাল ট্রেন অনেক ট্রেনই বাতিল বলে ঘোষণা হয়েছে। আসুন দেখে নিন হাওড়া ও শিয়ালদহ শাখার কোন কোন ট্রেন গুলি আজ চলবে না।

ট্রেন নম্বর ০০৪৭০ নয়াদিল্লি-হাওড়া স্পেশাল এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা টার্মিনাল-অমৃতসর জংশন সাপ্তাহিক এক্সপ্রেস, ১২৫০৫ কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল নর্থইস্ট এক্সপ্রেস, ১২৫০৬ আনন্দ বিহার-কামাখ্যা নর্থইস্ট এক্সপ্রেস, ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ১২৫২৪ নয়াদিল্লি-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাতিল করা হয়েছে আজ। এছাড়া ১২৮৮৮ পুরী-শালিমার স্পেশাল এক্সপ্রেস, ১২৯৮৭ শিয়ালদা-আজমের জংশন এক্সপ্রেস, ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস, ১৪০০৪ নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস, ২২১৯৭ কলকাতা টার্মিনাল-বীরাঙ্গনা লক্ষ্মীবাই রেল স্টেশন প্রথম এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

এছাড়াও শিয়ালদহ শাখার ৩০৪১১ বিবিদি বাগ-শিয়ালদা লোকাল, ৩০৪১২ শিয়ালদা-বিবিদি বাগ লোকাল, ৩১৪১১ শিয়ালদা-নৈহাটি লোকাল, ৩১৪১৪ নৈহাটি-শিয়ালদা লোকাল, ৩১৭১২ নৈহাটি-রানাঘাট লোকাল, ৩১৭১২ রানাঘাট-নৈহাটি জংশন লোকাল বাতিল হয়েছে আজ। ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭ হাওড়া-চন্দনপুর লোকাল; ৩৬০৩২, ৩৬০৩৪, ৩৬০৩৬, ৩৬০৩৮  চন্দনপুর-হাওড়া লোকাল বাতিল আছে আজ। এছাড়া ৩৬৮২৭ হাওড়া-বর্ধমান কর্ড লোকাল, ৩৬৮৪০ বর্ধমান কর্ড-হাওড়া লোকাল, ৩৭৩০৫ হাওড়া-সিঙ্গুর আন্দোলন লোকাল, ৩৭৩০৬ সিঙ্গুর-হাওড়া লোকাল, ৩৭৩০৭ হাওড়া-হরিপাল লোকাল, ৩৭৩০৮ হরিপাল-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ।

আরো খবর: ৬৮ জন যাত্রী নিয়ে দু’র্ঘ’ট’না’র ক’ব’লে বিমান, জানুন বিস্তারিত

৩৭৩১৯, ৩৭৩২৭, ৩৭৩৪৩ হাওড়া-তারকেশ্বর লোকাল; ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮ তারকেশ্বর-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ। এছাড়া ৩৭৪১১, ৩৭৪১৫ শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল; ৩৭৪১২, ৩৭৪১৬ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল বাতিল থাকবে আজ। এছাড়া ৩৮০৩৪ সাঁতরাগাছি-শালিমার লোকাল, ৩৮৩০৫ শালিমার-মেচেদা লোকাল, ৩৮৩১০ মেচেদা-শালিমার লোকাল, ৩৮৯২৩ হাওড়া-আমতা লোকাল, ৩৮৯২৪ আমতা-হাওড়া লোকাল বাতিল হয়েছে আজ।

শুধু লোকাল নয় ভীষন কুয়াশার কারণে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্যে বলে রাখি অতিরিক্ত কুয়াশার কারণে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস, ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস এবং নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস।

২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস, ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস, ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস, ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস এবং ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস। ২ মার্চ পর্যন্ত বাতিল ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস।

তাই এই কদিন একটু ওয়েবসাইটে চেক করে তবেই ট্রেন জার্নি করুন। কোন ওয়েব সাইট থেকে দেখবেন নিচে বলা হলো।
গুগলে গিয়ে সার্চবারে ‘NTES – Indian Rail – National Train Enquiry System’ টাইপ করুন। তারপর ‘NTES – Indian Rail- National Train Enquiry System’-তে ক্লিক করুন। ‘Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন।নয়া একটি পেজ খুলে যাবে।

উপরের দিকে ‘Exceptional Trains’-তে ক্লিক করুন। তারপর ‘Cancelled Trains’-এ ক্লিক করতে হবে। আবারও ‘Please confirm You are not a robot’-র নীচে কোড লিখে ‘Submit’ করুন। তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আজ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে, সেই তালিকা দেখাবে।