সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোল-ডিজেল নি’য়ে অবস্থান স্প’ষ্ট করলেন মমতা ব্যানার্জি

পেট্রোল এবং ডিজেলের দাম যেভাবে আকাশ ছুঁয়েছিল, তাতে করে স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের নাভিশ্বাস চরমে উঠে গিয়েছিলো। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখনই পেট্রোল এবং ডিজেলের দাম কমানোর কথা ঘোষণা করা হল, তখনই মুখে হাসি ফুটে গেল সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে অনুসরণ করে প্রায় ২৩ টি রাজ্য কমাতে চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম।

তবে কেন্দ্রের এই ঘোষণার পরেও কেন্দ্র কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, পেট্রোল এবং ডিজেলের কেন্দ্রীয় সরকার চার লাখ কোটি টাকা তুলে নিয়েছে ইতিমধ্যেই। ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম আপনাআপনি বেড়ে যাবে। কৃষকরা চাষ করতে পারবে না। তাই স্বাভাবিকভাবেই ডিজেল প্রত্যেক কাজে লাগে।অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো বলেন, নিজেদের রাজ্যে কেন্দ্র হাজার হাজার কোটি কোটি টাকা দিচ্ছে। বাংলার কথা এলেই হাত ফাঁকা হয়ে যায় তাদের। বাংলাকে টিকা দিতে চায় না কেন্দ্র। রাজ্য সরকার তবু প্রতি লিটার ডিজেলে এক টাকা করে ছাড় দিচ্ছে, যেখানে কেন্দ্রীয় সরকার ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে প্রত্যেক রাজ্যের উপর।