সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতাকে পুরষ্কার দেওয়ায় প্র’তি’বা’দে ই’স্তা’ফা

বাংলা আকাদেমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান দিয়েছে। তবে রবীন্দ্র জয়ন্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরষ্কার দেওয়ার প্রতিবাদে এবার আকাদেমির দেওয়া অন্নদাশঙ্কর পুরষ্কার ফিরিয়ে দিলেন লেখিকা তথা গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে সাহিত্য আকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন লেখক অনাদিরঞ্জন বিশ্বাস। বাংলা সাহিত্যের এহেন অপমানে তাঁরা বিরক্ত এই কারণ জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন দুই সাহিত্যিক।

মুসলিমদের বিয়ের গান এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে একাধিক গবেষণা পত্র রয়েছে রত্না দেবীর। লিখেছেন অজস্র প্রবন্ধ এবং গল্প।

আরো পড়ুন: ২৪ ঘন্টা যে কোনো স’ম’স্যা শুনবেন সোহম চক্রবর্তী, ফোন নম্বর দিয়ে চা’লু হ’লো “দরবারে বিধায়ক”

এখনও অবধি মোট ৩০ টি পুরষ্কার পেয়েছেন তিনি। তার মধ্যে থেকে ২০১৯ সালে পাওয়া অন্নদাশঙ্কর পুরষ্কার ফিরিয়ে দিলেও ২০০৯ সালে পাওয়া আকাদেমি পুরষ্কার ফেরাচ্ছেন না তিনি।

নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন বলেন জানিয়েছেন তাঁরা। সরে আসবেন বলে প্রতিবাদ জানাননি এমনটাই দাবি তাঁদের। যদিও দুই সাহিত্যিকের এহেন সিদ্ধান্তের প্রেক্ষিতে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাংলা সাহিত্য অ্যাকাডেমির তরফে।