সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই প্রথম বা’র্ড ফ্লু-র H3N8 স্ট্রেন মানুষের শ’রী’রে থা’বা বসালো, তাও আবার চীনে

চীনের মতো প্রতিবেশী দেশ পাওয়া খুবই ভাগ্যের, গত ২ বছর আগেই তারা সারা বিশ্বকে উপহার দিয়েছিল করোনা মহামারী। যার আতঙ্ক এখনো মানুষের মন থেকে দূর হয়নি। কিন্তু তারা এই উপহার দিয়ে খুশি থাকেন, এরপর আরো নতুন নতুন ভেরিয়েন্ট নিয়ে এসেছে বিশ্বের দরবারে।

তবে এবার কিন্তু আর করোনা নয়, কারণ সম্প্রতি তার একটি নতুন অতি পরিচিত ভাইরাস নিয়ে এসেছে যেটা কিনা সাধারণ মানুষের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আগামীতে।

প্রথমবার বার্ড ফ্লুর (Bird Flu) H3N8 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে, সেটা কিন্তু চিনেই। ৪ বছরের এক শিশুর দেহে মিলেছে এই বার্ড ফ্লু ভাইরাস। তবে হ্যাঁ এই বার্ড ফ্লু ভাইরাস নতুন নতুন কিছু নয় প্রথম ২০০২ সালে উত্তর আমেরিকায় এই ভাইরাসের সন্ধান মিলেছিল।

আরো পড়ুন: “দুয়ারে সরকার” ক’র্ম’সূ’চি পিছিয়ে দেওয়া হ’লো, জেনে নিন নতুন তারিখ

বিভিন্ন জন্তু-জানোয়ার ও পাখির শরীরে এই ভাইরাসের লক্ষণ দেখা যায়। ঘোড়া, মুরগি, হাঁস, কুকুর এদের শরীরে এই ভাইরাস প্রচুর লক্ষ করা গেছে। এতদিন যাবৎ মানুষের শরীরে এই ভাইরাস কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি।

কিন্তু নতুন এই সংক্রমনের খবর পেয়ে দারুণ চিন্তায় বিশেষজ্ঞরা। তাহলে কি এটাও করোনার মত রুপ ধারন করবে ভবিষ্যতে? বিশেষজ্ঞরা আশ্বাস দিয়েছেন, এটা মানবদেহে যে খুব দ্রুত ছড়াবে সেটার কোনো সম্ভাবনা নেই আপাতত।

৪ বছরের শিশুটির শরীরে কিভাবে ছড়ালো এই ভাইরাস? সেটা পরিষ্কার জানা না গেলেও, শিশুটির মধ্যে বিভিন্ন শারীরিক অসুস্থতা ও জ্বর লক্ষ্য করা গেছে। জানা গেছে, সেই শিশুটির বাড়িতে পোষা মুরগী রয়েছে, এমনকি বন্য পাতিহাঁস রয়েছে।

তাদের থেকেই যে সংক্রমণ ছড়িয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তবে শিশুর নিকটে আপা বাকিদের দেহে এই রোগ ছড়ায় নি কোনোভাবেই। কিন্তু বিশেষজ্ঞরা এটাকে হালকাভাবে নিচ্ছে না, তোরা সাধারণ মানুষের উদ্দেশ্য বার্তা দিয়েছেন কোনভাবেই যে তারা কোনো মৃত পাখি কিংবা অসুস্থ পাখির সংস্পর্শে যেনো না আসে। নয়তো সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকতে পারে।।