সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“দুয়ারে সরকার” ক’র্ম’সূ’চি পিছিয়ে দেওয়া হ’লো, জেনে নিন নতুন তারিখ

ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে কিছুদিনের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মানুষের খুবই দুর্বিষহ অবস্থা। ইতিমধ্যেই তাপমাত্রা 40 ডিগ্রি উপরে চলে গেছে।

যবে থেকে রাজ্য শীত ছাড়া হয়েছে তবে থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। প্রত্যেকবারের ন্যায় তাপমাত্রা কিন্তু নয় এবার।তাই রাজ্য সরকারের তরফ থেকে আগামী দুয়ারে সরকারের প্রকল্পের দিনক্ষণ ঠিক করা হলেও সেটাকে পিছিয়ে দেওয়া হল।

আগামী ৫ ই মে এই দুয়ারের সরকার হওয়ার কথা ছিল কিন্তু সেটাকে বার পিছিয়ে ২১ মে করা হল। এদিকে আবার পাড়ায় সমাধান কর্মসূচি ৫ ই মে শুরু হবে বলে জানা যাচ্ছে।

আরো পড়ুন: গরমের ছুটির দিন এগিয়ে এ’লো, তারিখ ঘো’ষ’ণা মুখ্যমন্ত্রীর

আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভা ঘরের রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক ও জেলাশাসক দের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। আর সেখানে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৫ ই মে থেকে ৫ ই জুন পর্যন্ত দুয়ারের সরকার কর্মসূচিও পাড়ায় সমাধান কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু দক্ষিণবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ, ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, তার মধ্যে আবার তাপপ্রবাহের আশঙ্কা।

সবমিলিয়ে একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করছে প্রকৃতি। বৃষ্টির নাম গন্ধ নেই দক্ষিণবঙ্গে। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

তবে আগামীতে এই দুই কর্মসূচির জন্য যে দিন নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে কোনভাবেই সরকারি কর্মচারীরা সাপ্তাহিক ছুটি ও বিশেষ ছুটি ছাড়া অন্য ছুটি নিতে পারবে না।