সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“পোকেমন”-র সুন্দরী আরশোলা এবার বা’স্ত’বে, খোঁ’জ মি’ল’লো ন’য়া প্রজাতির

আরশোলার নাম শুনলেই অনেকে ভয় পান অথবা ঘেন্না পান।কিন্তু বিবর্তনের অন্যতম প্রাচীন প্রাণী হিসাবে আরশোলা নিয়ে বরাবরই বিজ্ঞানীদের বেশ আগ্রহ রয়েছে। পৃথিবীতে যুগ পাল্টেছে,এসেছে বহু পরিবর্তন।কিন্তু সৃষ্টির আদ্যিকাল থেকে আজও পৃথিবীতে টিকে রয়েছে আরশোলা প্রজাতি।

বিজ্ঞানীদের অনুমান ডাইনসরের আগে পৃথিবীতে এসেছিল আরশোলা। সম্প্রতি আরশোলার এক নতুন প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে। এর সঙ্গে পোকেমন কার্টুন চরিত্র সেই সুন্দরী আরশোলার মিল খুঁজে পেয়েছে অনেকে।

তাই সেই নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ‘ফেরোমোসা’। লি কং চেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশেষজ্ঞ প্রাণীবিদদের তথ্য অনুযায়ী আরশোলা নটিকোলাইডি পরিবারের অন্তর্গত।এই পরিবারের 32 টি প্রজাতির অস্তিস্ত্ব এখনও পর্যন্ত আবিষ্কার করা গিয়েছে।

আরো খবর: তৃতীয় সন্তানের বাবা-মা হতে পারলেই ৫০ হাজার টাকা মিলবে, এই আ’জ’ব নি’য়’ম কোথায় চা’লু হলো?

ফেরোমোসা এদের মধ্যে একটি।দেখতে সাধারণ আরশোলার মতো হলেও ওই প্রজাতিটির দেহের গঠন এবং অঙ্গ-প্রত্যঙ্গ অন্য আরশোলাদের থেকে কিছুটা আলাদা।

লি কং চেন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের এবং ইউপিএলবি মিউজ়িয়াম ফর ন্যাচরাল হিস্ট্রি-র দুই গবেষক ফু মাওসেং এবং ক্রিস্টিয়ান লুকান্‌স তাঁদের গবেষণাপত্রে নতুন প্রজাতির আরশোলার কথা উল্লেখ করেছেন।