সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কয়টি মোবাইল নম্বর যু’ক্ত আ’ছে আপনার Aadhar Card-এ? জানার উ’পা’য় দেখে নিন

বর্তমান পরিস্থিতিতে দেশের সুরক্ষার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যোগ থাকা জরুরি। তবে অনেক সময় আধার কার্ডের সঙ্গে কতগুলি মোবাইল নাম্বার যোগ করা রয়েছে তা নিয়ে সংশয় দেখা দেয় গ্রাহকের মনে। এই প্রশ্নের উত্তর পেতে এবার টেলিযোগাযোগ বিভাগ ডট একটি আপডেট ওয়েবসাইট লঞ্চ করেছে।

এই ওয়েবসাইট মারফত সহজেই ইউজাররা তাদের আধার নম্বরের সঙ্গে সংযুক্ত সমস্ত মোবাইল ফোন নম্বর চেক করে নিতে পারবেন। এমনকি আপনি যদি কোন সিম ব্যবহার নাও করেন সেক্ষেত্রে আপনি ডিসকন্টিনিউ করতে পারেন। ডট এর তরফ থেকে সম্প্রতি এমনই একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে যার নাম রাখা হয়েছে টেলিকম অ্যানালিটিকস ফর ম্যানেজমেন্ট এন্ড কনজিউমার প্রটেকশন।

এই ওয়েবসাইটটিতে গ্রাহকদের সাহায্য করার উদ্দেশ্যে পরিষেবা চালু করা হয়েছে। জানানো হয়েছে যে মোবাইল কানেকশন এর সংখ্যা পরীক্ষা করতে এবং অতিরিক্ত মোবাইল কানেকশন ডিসকন্টিনিউ করতে এই পোর্টাল সাহায্য করবে গ্রাহকদের। যারা এই পরিষেবা নিতে চান তাদের প্রথমে https://tafcop.dgtelecom.gov.in/ওয়েবসাইটে যেতে হবে।

তারপর ওয়েবসাইটে যোগাযোগ নম্বর লিখতে হবে। তারপর রিকয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। সবশেষে মোবাইল নম্বরে আসা ওটিপি সেখানে লিখে দিতে হবে। অপরাধ নম্বরের সঙ্গে সংযুক্ত সমস্ত নম্বর ওয়েবসাইটে ফুটে উঠবে। এই নম্বর গুলি থেকে যে নম্বরে আপনি ব্লক করতে চান সেগুলিকে রিপোর্ট এবং ব্লক করলেই ডিসকন্টিনিউ হয়ে যাবে। যে গ্রাহকদের নামে নয় টির বেশি কানেকশন থাকবে তাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। যাদের নয়টি বেশি একাধিক সংযোগ রয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপরিউক্ত পোর্টাল লিংকে ক্লিক করবেন।