সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দ্রুত হা’রে ক’মে আ’স’ছে পৃথিবীর হৃদস্পন্দন, মঙ্গলের মতোই হবে নি’ষ্প্রা’ণ! দা’বি বিজ্ঞানীদের

পৃথিবীর হৃদয়ের উষ্ণতা খুব দ্রুত হারিয়ে যাচ্ছে। এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন বিজ্ঞানীরা। যদি এমনটাই চলতে থাকে তাহলে পৃথিবী আর খুব বেশিদিন বাসযোগ্য থাকবে না। পৃথিবীর হৃদয়ের উষ্ণতা যদি কমে যায় তাহলে চৌম্বক ক্ষেত্র এবং বায়ুমণ্ডল হারিয়ে পৃথিবীও মঙ্গল এবং বুধ গ্রহের মতো নিষ্প্রাণ হয়ে পড়বে। মানুষের বাসস্থানের যোগ্য থাকবে না।

এমন উদ্বেগজনক খবর শুনিয়েছ আর্থ অ্যান্ড প্লানেটারি সাইন্স লেটার্স। সোমবার একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকাতে এমন খবর জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা জানাচ্ছেন পৃথিবীর ম্যান্টাল এবং কোর অংশ দুটি মূলত পৃথিবীর দুটি স্তর। পৃথিবী একেবারে অন্তরে রয়েছে কোর। সেখানে রয়েছে উষ্ণ গলিত ধাতুর স্রোত। এই স্রোত পৃথিবীর স্পন্দন। কিন্তু গবেষকরা তাদের গবেষণায় দেখেছেন কোর অংশের উষ্ণতা ক্রমাগত কমে আসছে। যা তাদের দুশ্চিন্তা বাড়াচ্ছে।

এই উষ্ণ গলিত ধাতুর স্রোতের পরিচালন ভূস্তর এবং ভূগর্ভের পরিবর্তন ঘটায়। টেকটনিক প্লেটের সঞ্চালনায় কাজ করে। এর ফলে হয় ভূমিকম্প। এর ফলে আগ্নেয়গিরি জেগে ওঠায় অগ্নুৎপাত হয়। বিগত কয়েক শ’ কোটি বছর ধরে প্রাণের অস্তিত্ব এবং টিকে থাকার জন্য সহায়ক হয়েছে এই অংশের উষ্ণতা। যা এখন ঠান্ডা হয়ে যাওয়ার মুখে। এমতাবস্থায় যদি পৃথিবী তার উষ্ণতা হারিয়ে ফেলে তাহলে বায়ুমণ্ডল উবে যাবে। সূর্য থেকে ভয়ঙ্কর রশ্মি পৃথিবীতে ছুটে আসবে যা জীবজগতকে নিশ্চিহ্ন করে দেবে।

গবেষকরা এই গবেষণা চলাকালীন পৃথিবীর হৃদস্পন্দন কমে আসার অন্যতম কারণ চিহ্নিত করে ফেলেছেন। এটি আসলে একটি খনিজ পদার্থ ব্রিজম্যানাইটের কারণে হচ্ছে। এটি পৃথিবীর ম্যান্টাল স্তরের ভিতরে এবং কোরের বাইরের স্তরের মাঝখানে রয়েছে। এই খনিজ পদার্থ কেমন গতিতে কাজ করবে তার উপরে নির্ভর করবে পৃথিবীর হৃদস্পন্দন।