সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপিকে শক্তিশালী ক’রে তুলুন, পা’র্টি ফা’ন্ডে অনুদান চে’য়ে আবেদন প্রধানমন্ত্রী মোদির

দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ অভিযান বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। নানান মহলে ইতিমধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, আসুন জেনে নেয়া যাক কি এই মাইক্রো ডোনেশন ক্যাম্প। শনিবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে তিনি ভারতীয় জনতা পার্টি ফান্ডে ১০০০ টাকা অনুদান করলেন। এমনকি আপামর সকল ভারতবাসীকেও এই ফান্ডে ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান করতে বলেছেন তিনি। এক কথায় বলা যেতে পারে প্রধানমন্ত্রী সকলের থেকে চাঁদা চাইলেন।

যা নিয়ে বেশ শোরগোল রাজ্য রাজনীতিতে, তার কারণ একটাই বিজেপিকে শক্তিশালী করতে হবে। এমনকি ফান্ডে টাকা জমা দেওয়ার একটা রশিদও পোস্ট করে ফেলেছেন ইতিমধ্যেই মোদি, যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পান্ডে টাকা জমা দিলে আয়করের অধীনে পড়বে না বলেও জানিয়েছেন মোদীজি। সকলেই হতবাক তার কারণ, বিজেপি দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দলের তকমা পেয়েছে। শিল্পপতিদের কর্পোরেট চাঁদা থেকে শুরু করে ইলেক্টোরাল বন্ড সবেতেই অন্য যে সমস্ত রাজনৈতিক দলের থেকে কয়েক যোজন এগিয়ে আছে এই দল।

এমনকি কখনো কখনো টাকার জোরে নির্বাচন জেতার মতো অভিযোগও উঠেছে এই পদ্মফুল শিবিরের বিরুদ্ধে। সেখানে আবার এমন বার্তা তাও আবার প্রধানমন্ত্রীর এমন ভাবমূর্তিতে নজিরবিহীন বলা যেতে পারে। এই মাইক্রো ডোনেশন ক্যাম্প আগামী ২২ শে ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু দিবস পর্যন্ত চলবে। প্রত্যেকে সামর্থ্য মত এতে অনুদান দেওয়া যাবে। ন্যূনতম ৫ টাকা থেকে ১০০০ টাকা যার যা খুশি অনুদান করতে পারেন। তাই প্রধানমন্ত্রী তাঁর প্রথম অনুদানটি দিয়েই শুরু করলেন এই ক্যাম্প।