Home আন্তর্জাতিক ম’দ্য’পা’ন থেকে বি’র’ত থাকছে তরুণ প্রজন্ম! সরকারের বিপুল রা’জ’স্ব ক্ষ’তি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ্য’পা’ন থেকে বি’র’ত থাকছে তরুণ প্রজন্ম! সরকারের বিপুল রা’জ’স্ব ক্ষ’তি

ম’দ বা সুরা আমাদের প্রত্যেকের শরীরে কতটা ক্ষতি করে সেই নিয়ে আমাদের ভারতে কত প্রচার করা হয়। মানুষদের বোঝানো হয় ‘ ‘ম’দ্য’পা’ন হানিকারক ‘। আর জাপানে সম্পূর্ণ উল্টো চিত্রই দেখা যাচ্ছে। সেখানের তরুণ প্রজন্ম ম’দ্য’পা’ন কম করার জন্য চিন্তিত জাপান সরকার।

এটাও কি সম্ভব? হ্যা তেমন টাই জানা যাচ্ছে। জাপানের বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে যে, করোনা নামক অতিমারির আবহের সময় থেকেই সে দেশের তরুণরা পর্যাপ্ত পরিমাণ ম’দ্য’পা’ন থেকে নিজেদের বিরত রেখেছে। করোনা থেকে কিছুটা মুক্তি পাওয়ার পর পরিস্থিতির উন্নতি হলেও ম’দে’র বিক্রি বিশেষ বাড়েনি।

ম’দ বিক্রি করে মোটা রাজস্ব আদায় করে জাপান সরকার। কিন্তু ম’দ বি’ক্রি না হওয়ায় পকেটে টান পড়ছে জাপান সরকারের বলা হচ্ছে। এমত অবস্থায় জাপান সরকার একটা ফন্দি এঁটেছে বলে জানা যাচ্ছে। সেখানে ঘোষণা করা হয়েছে যে, তরুণদের আরও বেশি করে ম’দ্য’পা’নে উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতাও চালু করছে সরকার।

আরো পড়ুন: ইসরায়েলে শুধু একটি অ্যাভোকাডোর ভ’য় দে’খি’য়ে দুটি ব্যাংক লু’ট করলো ডাকাত

জাপানের ‘ন্যাশনাল ট্যাক্স এজেন্সি’-র তত্ত্বাবধানে ‘সেক ভাইভা’ নামে এক প্রচারাভিযান শুরু করা হয়েছে, যার মূল উদ্দেশ্য তরুণদের মধ্যে ম’দ খাওয়ার চাহিদা বাড়ানো। জাপানে যত ধরনের ম’দে’র ব্র্যান্ড আছে সব ব্রান্ডের প্রচার করতে হবে। পাশাপাশি এই প্রতিযোগিতায় যে ব্যাক্তি সবচেয়ে ভালো উপায় বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়।

ন্যাশনাল ট্যাক্স এজেন্সি’-র তরফ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। অক্টোবর মাসে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগীদের বাছাই করা হবে। এবং এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে নভেম্বরে।

ট্যাক্স অফিস অনুসারে, বিজয়ী উপায়ে কাজ করার জন্য সরকারে কাছ থেকে টাকা এবং নানা সাহায্য পাবেন। কিন্তু এই কর্মসূচি অত্যন্ত নিন্দনীয় বলে অনেকই সমালোচনা করছে। এতে দেশের আয় বাড়লেও নতুন প্রজন্মের ক্ষতি করা হচ্ছে বলেই মনে করছেন অনেকে।