সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেকারত্বের য’ন্ত্র’ণা! গঙ্গার পাড়েই ক্লাস চাকরিপ্রার্থীদের, তাদের সা’হা’য্য করছেন ইঞ্জিনিয়ার

হালফিলে বেকারত্বের হার আকাশ ছুঁয়েছে। চাকরি প্রার্থীদের চাকরির আশায় জল ঢেলে দিচ্ছে সরকার। তবে তার মাঝেও লড়াই চালিয়ে যেতে মরিয়া শিক্ষিত বেকার যুব সম্প্রদায়।

তাই খাতা কলম সঙ্গে নিয়ে পাটনার গঙ্গার ঘাটে হাজার হাজার যুবক গণ ক্লাসে অংশগ্রহণ করে ফেলেছেন। গঙ্গার ঘাটে বসে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা। আর তাদের পদ দেখাচ্ছেন একজন ইঞ্জিনিয়ার যুবক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যুবক-যুবতীরা খাতা এবং পেন নিয়ে গঙ্গার ঘাটে বসে আছেন। চাকরির পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন।

আরো পড়ুন: উপনির্বাচনে হা’রে’র কারণে দলের অন্দরে বি’ক্ষো’ভে’র মু’খে সুকান্ত-শুভেন্দু, হয়তো খু’শি দিলীপ-লকেটরা!

ওদেরকে নেতৃত্ব দিচ্ছেন এসকে ঝা। তিনি একজন ইঞ্জিনিয়ার। হাজার হাজার চাকরিপ্রার্থীকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করতে তিনি গত কয়েক মাস ধরে সাহায্য করছেন। রেলেভান্স অফ সার্ভিস কমিশনের প্রবেশিকা পরীক্ষার জন্য ছেলেমেয়েরা প্রস্তুতি নিচ্ছেন।

এস কে ঝায়ের কথায় প্রতি শনিবার এবং রবিবার সকাল ছটা নাগাদ গণ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এই দুদিন 12 থেকে 14 হাজার চাকরি প্রার্থী পরীক্ষা দিচ্ছেন।

গত দুমাস ধরে বিনা পারিশ্রমিকে এই কাজ চলছে। রাজ্যের বেকার সমস্যা কমাতে স্বেচ্ছায় এই কাজের দায়িত্ব নিয়েছেন এস কে ঝা। 30 থেকে 35 জনের একটি দল টেস্ট পেপার ঘেঁটে চাকরিপ্রার্থীদের জন্য প্রশ্নপত্র তৈরি করছেন‌।

গত মার্চ মাসে ভারতে বেকারত্বের হার 7.60 শতাংশে পৌঁছেছে। বিহারে এই সংখ্যাটা দ্বিগুণ হয়েছে। 14.4 শতাংশে পৌঁছেছে বিহারের বেকারত্বের হার।