সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লুকোচুরি খে’ল’তে গিয়ে ঘু’মি’য়ে পড়েছিল, বাংলাদেশের কিশোর জাহাজে পৌঁ’ছে গেল মালয়েশিয়ায়

ছোট্ট একটা ভুলের খেসারত দিতে হলো ফাহিম বলে একটি বাংলাদেশী যুবক কে। ঘটনাটি ঘটে গত ১২ জানুয়ারি। চট্টগ্রাম বন্দর থেকে ছাড়ে এমভি ইন্টিগ্রা নামে মালয়েশিয়ার একটি জাহাজ। তারপর ৬ দিন পর কন্টেনারের মধ্যে থেকে চিৎকার শুনতে পান জাহাজের ক্যাপটেন।

১৭ তারিখ পোর্ট ক্লাংয়ে তাকে খুঁজে পাওয়া যায়। ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় ফাহিম নামে ওই কিশোর কাঁদছিল। জাহাজের একজন সদস্য ছেলেটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে। কিন্তু প্রশ্ন হলো ওরকম একটা জায়গায় কি করে আটকে পড়লো ওই যুবক।

আর এই খোঁজ করতে গিয়ে ওখানের মেরিন পুলিশ ফোর্স তরফ থেকে জন্য গেছে, ১১ জানুয়ারি বাংলাদেশের চট্টগ্রামে ফাহিম নামের ছেলেটি বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলার সময় কন্টেনারে আটকে পড়েছিল।

আরো খবর: এবছর মহাশিবরাত্রিতে আছে বি’র’ল ও শুভ যো’গ, মু’ক্তি মিলবে শনির ম’হা’দ’শা থেকে

ঘুমিয়ে পড়ার পর সে কন্টেইনারে আটকে যায় ও পরেরদিন ভারত মহাসাগরের ওপারে ইন্টিগ্রা কন্টেনার জাহাজের সঙ্গে মালয়েশিয়ার দিকে রওনা হয়। আর এই সময়ের মধ্যে কেউ তাকে দেখতেও পায়নি তাই তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

যখন তারা তার কান্না শুনতে পায় মালয়েশিয়ার বন্দর কর্মী ও পুলিশ তখন তাঁকে উদ্ধার করা হয়। আর এই বিষয়টি নিয়ে স্থানীয় অভিবাসন বিভাগ ও স্বাস্থ্য বিভাগ তদন্ত শুরু করেছে।

কারণ তাদের একটা অনুমান এই ছেলেটিকে হয়তো শিশু পাচার করা হচ্ছিল। যদিও বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কিন্তু এই বিষয়টি নিয়ে তদন্ত বহাল রয়েছে। সাথে সাথে তাঁকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে।