সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই লক্ষণগুলো দে’খে বুঝবেন আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অ’নে’ক বে’শি!

আজকের দিনে দাঁড়িয়ে মানুষের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আগের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে। আর এই স্ট্রোকের কারণেই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। স্ট্রোক কখন হয় তা কি জানেন? সেই বিষয়েই আজকের এই প্রতিবেদন।

আজ বিশ্ব স্ট্রোক দিবস। স্ট্রোকের কারণে ব্রেনের একটি নির্দিষ্ট অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। যদি সঠিক সময়ে জানা যায় যে কোনো ব্যক্তির স্ট্রোক হয়েছে, তবে সেই আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। তাই চলুন দেরী না করে দেখে নেওয়া যাক স্ট্রোক হলে কি কি লক্ষণ দেখে তা বোঝা যায়।

••কথা বলা : যদি কোনো ব্যক্তির কথা বলার সময় অসুবিধা বোধ হয় বা কথা বলতে বলতে হঠাৎ শব্দ আটকে যায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির স্ট্রোকের আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন: গ্যা’স বার্নারকে প’রি’ষ্কা’র পরিচ্ছন্ন করার কয়েকটি ঘ’রো’য়া টি’প’স

••হাসি : কোনও ব্যক্তির হাসার সময় যদি তাঁর মুখের একপাশ অসাড় বা ফ্যাকাশে দেখায় তাহলে ধরে নিতে হবে যে বিপদের আশঙ্কা রয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই ব্যক্তির মুখ হাসার সময় কখনও কখনও খানিকটা বেঁকে যেতে পারে।

••হাতের ব্যালেন্স : যদি কোনো ব্যক্তির দুই হাত বাড়ানোর সময় তাঁর হাত দুর্বল বা অসাড় দেখায়, তাহলে তা কিন্তু স্ট্রোকের একপ্রকার লক্ষণ। দুটি হাতের ব্যালেন্স ঠিকঠাক না থাকলে বা দুটি হাত নীচের দিকে নেমে গেলে তাও স্ট্রোকের নির্দেশ করে।

তাই এই লক্ষণগুলি যদি কখনও আপনাদের চোখে পড়ে সেগুলি কে কখনোই খুব সাধারণ বলে এড়িয়ে যাবেন না। যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে তবেই আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব, অন্যথায় বড়সড় বিপদ ঘটতে পারে।