সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই শহরে আর অনলাইনে বাইক ট্যাক্সি বুক ক’রা যাবে না! পুরোপুরি নি’ষি’দ্ধ

আজকের দিনে অনলাইনে গাড়ি বুক করার ক্ষেত্রে Ola,Uber,Rapido র মত সংস্থা গুলির জুড়ি মেলা ভার। কতটা দূর গেলে, কত ভাড়া হবে, তা সঠিক ভাবে দেখিয়ে থাকে এই অ্যাপ গুলি। ফলে অনেকক্ষেত্রে যাত্রীরা টাক্সি ড্রাইভারদের কারচুপির হাত থেকে বেঁচে যান।

খরচ বাঁচাতে এই অ্যাপ গুলিতে যোগ হয়েছিল বাইক ট্যাক্সির অপশনটিও। সূত্রে খবর,বাইক ট্যাক্সির চালকরা পরিবহণ সংক্রান্ত অধিকাংশ নিয়মকানুনই মানছে না ৷

যেমন – বাইক গুলির অবস্থা খুবই শোচনীয়, ঠিকমতো মেইনটেইন করা হয়না।অন্যদিকে খুবই নিন্মমানের হেলমেট ব্যাবহার করেন চালকরা। এইসব কারণেই দিল্লিতে এবার বাইক ট্যাক্সি নিষিদ্ধই ঘোষণা করলো দিল্লির পরিবহণ দফতর ৷

আরো খবর: রেলের খাবারের দা’ম কি বৃ’দ্ধি করতে চলেছে IRCTC?

এক নিত্য যাত্রী জানিয়েছেন যে -‘ তুলনামূলক অনেক কম খরচে যারা অনলাইন সংস্থার বাইকের উপর ভরসা করে থাকেন, তাদের জন্য এই নির্দেশ খুবই লোকসান জনক৷’