সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একটু বুদ্ধি খা’টা’লেই ফ্লাইটের টিকিটের দা’ম ক’মি’য়ে ফেলতে পারবেন! কী করতে হবে?

প্রায় সারা বছরই মানুষ নতুন নতুন গন্তব্যের সন্ধানে থাকে বেড়াতে যাবার জন্য। তবে অফবিট জায়গায় বেড়াতে যাওয়ার জন্য সব থেকে বেশি যেটি অসুবিধা সেটি হলো খরচ। লোকজন কম যায় বলে এই সমস্ত জায়গায় জিনিসপত্রের দাম অনেক বেশি হয়। হোটেল গাড়ি খাবার সবেতেই খরচ হয় আকাশ ছোঁয়া। অনেকে আবার সস্তার ফ্লাইটের খোঁজ করেন এবং তার জন্য নানান ওয়েবসাইটে সার্চ করে বেড়ান। আজ এই প্রতিবেদনে আপনাকে জানাবো এমন একটি কৌশল যার মাধ্যমে আপনি সস্তার বিমান চড়তে পারবেন।

ধরা যাক কোন যাত্রী মুম্বাই থেকে কলকাতা যেতে চান। তারিখ নির্বাচন করলেই সেই দিনের কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত সমস্ত ফ্লাইটের তালিকা খুলে যাবে। যাচ্ছি তার সময় এবং এয়ারলাইন অনুযায়ী তার ফ্লাইট নির্বাচন করবে। যাত্রী ফ্লাইট নির্বাচন করার সঙ্গে সঙ্গে আরেকটি তালিকা খুলে যাবে।

প্রতিটি ওয়েবসাইটে টিকিটের দাম আলাদা আলাদা হয়। বেশিরভাগ ওয়েবসাইটে টিকিটের দাম অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনেকটাই কম হয়। এই কৌশলটি সুবিধা জনক মনে হলেও কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। আসলে যে কোন ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে গেলে যাত্রী বা গ্রাহকদের নিজেদের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়।

আরো খবর: দু’র্দা’ন্ত ক্যামেরা ও ফি’চা’র নিয়ে ল’ঞ্চ হলো Vivo X90 Pro, দা’ম কত ফ্লিপকার্টে?

এবার একজনের পক্ষে ৮ থেকে ১০ টি ওয়েবসাইটে একাউন্ট খোলা সম্ভব নয় সব থেকে বেশি সমস্যা সবকটার পাসওয়ার্ড মনে রাখা। তবে এই সমস্যারও সমাধান রয়েছে। প্রত্যেকটি ওয়েবসাইট একটি করে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। শুধু টিকিটের ট্রেন্ড দেখলেই হবে।

১০-১২টি ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন সব থেকে সস্তার টিকিট বিক্রি হচ্ছে কোন ওয়েবসাইটে। সেরা ওয়েবসাইট গুলির মধ্যে একটি বা দুটিতে একাউন্ট খুলে নিলে বুকিং করতে পারেন অনায়াসেই। এছাড়াও google একটি পাইলট ফিচার চালু করেছে সম্প্রতি যেখানে সস্তা ফ্লাইটের সর্বনিম্ন মূল্যের তালিকা প্রকাশ করা হয় যা দেখলে আপনি সহজে বুঝতে পারবেন কোন প্লেন আপনার জন্য যথাযথ।

অনেকেই এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে বুক করেন কারণ মনে করেন এর থেকে সস্তার টিকিট আর কোথাও পাওয়া যায় না। আসলে বুকিং ওয়েবসাইট গুলো খুব সস্তায় এয়ারলাইন থেকে টিকিট কিনে নেয় তাই আপনি অফিসিয়াল ওয়েবসাইটে কম দামে টিকিট পেয়ে যান।

বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাড়া দেখায় তাই একটু কষ্ট করে প্রত্যেকটি ওয়েবসাইট দেখতে হবে আপনাকে। প্রতিটি ওয়েবসাইট দেখে যাচাই করে তবেই টিকিট কাটলে অনেক কম দামে টিকিট পেয়ে যাবেন আপনি।