সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খারাপ সময়ে পা’শে চা’ই বি’শ্বা’সী ব’ন্ধু, কোন রাশির জা’ত’ক’কে বাছবেন বন্ধু হিসেবে?

পরিবারের বাইরে এমন একটি সম্পর্ক আপনাকে সঠিক পথে চালিত করতে পারে সে হলো একজন বন্ধু। একজন সঠিক বন্ধু আপনাকেই যেমন উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে তেমনি অসৎ সঙ্গে আপনার হতে পারে স্বর্গবাস। তবে এই বন্ধুত্ব বাছাই করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করে বসে যার ফলে আমাদের জীবনের সর্বনাশ আমরা নিজেরাই ডেকে আনি। তাই বন্ধুত্ব বাছার ক্ষেত্রে আমাদের অত্যান্ত সাবধান হওয়া উচিত। প্রতিবছর আজ ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করা হয় এবং প্রত্যেকটি বন্ধুর উদ্দেশ্যে ভালোবাসা জানানো হয়।

জীবনে আনন্দের মুহূর্তে পাশে থাকার বন্ধুর অভাব হয় না ঠিকই কিন্তু জীবনে যে সময়ে মানুষের সবথেকে বেশি প্রয়োজন একজন বন্ধুর, ঠিক সেই সময়ই আপনার পাশে যে থাকে সেই আপনার বন্ধু এবং সেই আপনার আপনজন। আজ ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের বন্ধু হিসেবে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন।

মকর রাশি: প্রথমেই আসি মকর রাশির কথায়। বন্ধুত্বের দিক থেকে মকর রাশির কোন তুলনা হয় না। আপনি যদি মকর রাশির কোন জাতক বা জাতিকা দিকে বন্ধুত্বের হাত বাড়ান তাহলে অবশ্যই মনে রাখবেন তারা আপনার হাত সারা জীবন ধরে রাখবে। বন্ধুত্বকে গাঢ় করতে নিয়মিত চেষ্টা করে এই জাতক-জাতিকারা। আপনার সঙ্গে বন্ধুত্ব করার সময় কোন স্বার্থ দেখে না এরা। বন্ধুর জন্য সবকিছু নিঃস্বার্থভাবে করতে পারে এই জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি: বন্ধুত্ব হিসেবে যদি বেছে নিতে হয় কোন মানুষকে তাহলে অবশ্যই বেছে নিতে পারেন কুম্ভ রাশির জাতক-জাতিকাদের। এই জাতক-জাতিকারা কঠিন সময় আপনার পাশে দাঁড়াবে একজন বিশ্বাসী বন্ধু হয়ে। বন্ধুর প্রতি এই জাতক-জাতিকারা অত্যান্ত শ্রদ্ধাশীল হন, তবে স্বার্থের জন্য বন্ধুত্ব বজায় রাখলেও কখনো এনারা বন্ধুর সঙ্গে প্রতারণা করেন না।

মীন রাশি: এই রাশির জাতকরা সবার সঙ্গে বন্ধুত্ব করে না কিন্তু যাদের সঙ্গে বন্ধুত্ব করেন তাদের সারা জীবন প্রাণ দিয়ে আগলে রাখেন। এই সমস্ত মানুষ এরা চিরকাল বন্ধুত্ব বজায় রাখে এবং বন্ধুদের আবেগ দিয়ে ভালোবাসেন।

মিথুন রাশি: এই রাশির জাতকরা বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তেমন কিছু না করলেও এই রাশির জাতক-জাতিকাদের বন্ধুত্ব সারাজীবন টিকে থাকে খুব অদ্ভুত ভাবে। রাশির জাতকরা এমন কিছু উদ্যোগ নেন না যাতে আপনি তাদের সঙ্গে সারা জীবন থাকতে পারেন কিন্তু অবশ্যই আপনি তাদের সঙ্গে সারা জীবন থাকার প্রচেষ্টা করবেন তাদের নিজ গুনে।

বৃশ্চিক রাশি: নিঃসন্দেহে এই রাশির জাতকরা খুব চালাক হন। নিজেদের কার্যসিদ্ধি করার জন্য এনারা বন্ধুত্ব করেন এবং কার্যসিদ্ধি হয়ে যাওয়ার পর এনাদের আর খুঁজে পাওয়া যায় না। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে নিজের স্বার্থ দেখলে যে কোন সমস্যায় বন্ধুদের সাহায্য করেন প্রাণ দিয়ে। বন্ধুত্বকে সম্মান করতে জানেন এনারা। তাই নিঃসন্দেহে এনাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন আপনি।

ধনু রাশি: এই সমস্ত মানুষেরা নতুন নতুন বন্ধু তৈরি করতে ভালোবাসেন। যে সমস্ত বন্ধু এনাদের জীবনে আসেন তারা ওই দিন পর্যন্ত টিকে যান। তবে একই জায়গায় বেশি দিন থাকতে পারেন না এনারা। নতুন নতুন জায়গায় নতুন নতুন বন্ধু খুঁজে বেড়ানো এই রাশির জাতক-জাতিকারা।