সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমিও হয়তো চ’লে যা’বো, দিন মনে হয় ঘ’নি’য়ে আসলো: সাবিত্রী চট্টোপাধ্যায়

গত ১৫ই ফেব্রুয়ারি সন্ধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় এর জীবনাবসানে গোটা টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ৬ই ফেব্রুয়ারি লতা মঙ্গেশকরের পর তাঁর মৃত্যু সত্যিই যেন মেনে নেওয়া যাচ্ছে না। দুই সুরের সম্রাজ্ঞী সঙ্গীত জগতকে অসহায় করে দিয়ে পাড়ি দিলেন তারাদের দেশে। সন্ধ্যা মুখোপাধ্যায় এর সাথে যে কিংবদন্তি শিল্পীরা একদিন কাজ করেছেন তাঁদের মনের অবস্থাও বেশ খারাপ। চোখের জল ধরে রাখা দায় হয়ে পড়ছে। বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ও তাঁর মৃত্যু তে শোকস্তব্ধ হয়ে গিয়েছেন। তিনি কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছেন।

একটা সময় ছিল যখন সাবিত্রী দেবীর গলায় সন্ধ্যা দেবীর গান এক সুন্দর স্বর্গীয় মুহূর্তের সৃষ্টি করত। শুধু তাই নয়, সন্ধ্যা-সাবিত্রী জুটি একসময় সুদূর আমেরিকায় শো করতেও গিয়েছিলেন। সেখানকার অনুষ্ঠিত নাটকে সন্ধ্যা দেবীর গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রবাসী বাঙালির দল। আর এসব কথাই শেয়ার করলেন সাবিত্রী দেবী।

তিনি বলেন, “সন্ধ্যা দি আমাকে ভীষণ ভালোবাসতেন। কিছু মাস আগেই কথা হলো ওঁর বাড়ি যাওয়ার। কিন্তু যাওয়া হলোনা। তার আগেই হারিয়ে গেলেন বাংলার সুর সম্রাজ্ঞী। এইতো কিছুদিন আগেই লতাদি বিদায় জানালেন। এখন আবার সন্ধ্যাদি!

আরো পড়ুন: ভু’তু’ড়ে পাথর দৌড়াদৌড়ি করছে এখানে! আজও র’হ’স্য ঘে’রা আমেরিকার মৃ’ত্যু উপত্যকা

সন্ধ্যাদি কখনোই মাফলার ছাড়া চোখে পড়েননি। আমাকেও বলতেন, সাবিত্রী আঁচলটা দিয়ে অন্তত গলা ঢেকে রাখো।” তাঁর কথায়, ভারসম্যহীন হয়ে পড়ছে সংগীত জগৎ একের পর এক কিংবদন্তিদের প্রয়াণে। দীর্ঘ ১৯ দিন ধরে অ্যাপোলো হাসপাতালের বেডে লড়াই করে বুধবার সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় গীতশ্রীর। আর এই খবর টুইট করে জানান স্বয়ং তৃণমূল সাংসদ শান্তনু সেন। ৯০ বছর বয়সে হারিয়ে গেলেন বাঙালির বঙ্গ বিভূষণ প্রাপ্ত গীতশ্রী গায়িকা। সাবিত্রী দেবীর কথায়, “হয়তো আমরাও চলে যাবো। দিন বোধ হয় ঘনিয়েই এলো”।