সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরমে পাহাড় ঘুরতে ৮ হাজার টা’কা’য় গোটা বাস বুক করে নিন, কি কি সুবিধা পাওয়া যা’বে?

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা আম বাঙালির। এই অবস্থায় সকলের মন চাইছে একটু দার্জিলিং কিংবা উত্তরবঙ্গ ঘুরে আসবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবার এক বিরাট সুযোগ নিয়ে এসেছে পর্যটকদের জন্য। শনিবার বিশেষ চাটার্ড বাস উদ্বোধন করেছে এন বি এস টি সি। খুব কম খরচে ঘোরা যাবে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি।

এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানিয়েছেন পর্যটকরা এনজিপি কিংবা তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে এই বাস ধরতে পারবেন।  এসব বাসস্ট্যান্ডে এলে অটোওয়ালা তাদের কাছ থেকে বেশি টাকা চেয়ে বসেন। সেই সমস্যা নিরশনের জন্য এবার পর্যটকদের বিশেষ ব্যবস্থা।

সরকারি বাসের মাধ্যমে যেমন উন্নত পরিষেবা পাবেন পর্যটকরা ঠিক তেমন কম খরচে ঘুরতে পারবেন। আপাতত সাতটি রুটে চলবে এই বাস তবে মোট ৬০ খানা রুটে এই বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো খবর: হীরের পে’টে হীরের জ’ন্ম! সুরাটের কারখানায় বি’রা’ট আবিষ্কার

যাত্রীদের চাহিদা অনুযায়ী বাস থাকবে প্রস্তুত অর্থাৎ যে কোন সময় যে কোন স্থান থেকে এই বাস ধরতে পারবেন তারা। মোট পাঁচটি বাস নিয়মিত চলবে আরো কিছু বাস প্রস্তুত করা থাকবে। এই বাস অনলাইনে বুকিং করা যাবে, তার জন্য নিজস্ব ওয়েবসাইটে গিয়ে একবার ঘুরে আসতে হবে।

২৫ জনের জন্য ভাড়া পড়বে ৮ হাজার টাকা ফলে মাথাপিছু ভাড়া পড়বে তিন হাজার টাকার মত। এনজিপি স্টেশনে বা বাগডোগরা যদি নামেন তবে দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে সরকারি বাস।

২৫ আসন বিশিষ্ট ওই বাসে রাখা যাবে সমস্ত ধরনের মালপত্র পায়ের নিচে থাকবে ফ্লোর বেড। কোনরকম এসি থাকবেনা। ২০ এপ্রিল থেকে পরিষেবা চালু করা হবে।