সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গো’টা অক্টোবর মাসেই উৎসব-পার্বণে ভ’রা, দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজোর শুভক্ষণ ও তারিখ জেনে নিন

আর কিছুদিন পরেই পুজো। অক্টোবর মাস ভরে থাকবে উৎসবের মেজাজ নিয়ে। এই সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব ও পুজো পালন করি আমরা। হিন্দু ধর্ম মতে এই মাসের গুরুত্ব অপরিসীম। মহালয়া থেকে শুরু হয়ে যায় দুর্গাপূজার প্রস্তুতি। দূর্গা পূজার পর লক্ষ্মীপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, এই সবকিছু নিয়ে আমাদের উৎসব। দুর্গাপূজার পাশাপাশি চলে নবরাত্রি। তাহলে চলুন জেনে নেওয়া যাক অক্টোবর মাসে রয়েছে কোন কোন পুজো।

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে অক্টোবর মাসে

১ অক্টোবর, ইন্দিরা একাদশী

৬ অক্টোবর প্রতিপক্ষের অবসান হয়ে হবে মাতৃ পক্ষের সূচনা। সেদিন মহালায়া।

৭ অক্টোবর হবে নবরাত্রি শুরু

১১ অক্টোবর মহাষষ্ঠী

১২ অক্টোবর মহাসপ্তমী

১৩ অক্টোবর মহা অষ্টমী

১৪ অক্টোবর মহানবমী

১৫ অক্টোবার বিজয়া দশমী/দশহরা

২০ অক্টোবর লক্ষ্মীপুজো

২৪ অক্টোবার করবা চৌথ

শুধু মাত্র অক্টোবর মাস নয়, নভেম্বর মাসেও রয়েছে বিভিন্ন উৎসব। নভেম্বর মাসে রয়েছে কালীপুজো, ভাতৃদ্বিতিয়া, দীপাবলি, রাসযাত্রা এবং কার্তিক পুজো।