সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিগ ব্রেকিং: শুধুমাত্র সন্ধ্যা ৭টা, বাংলায় বন্ধ স’ব লোকাল ট্রেন

পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার থেকে কিছু কিছু বিধিনিষেধ ঘোষণা করা হতে পারে তার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিক সম্মেলন করে রাজ্যে কোভিড বিধি জানিয়ে দিলেন। সোমবার থেকে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হচ্ছে।

সন্ধ্যা ৭ টার পর চলবে না লোকাল ট্রে নও। লোকাল ট্রেনে ৫০ শতাংশের বেশি যাত্রী উঠতে পারবেন না। তবে দূরপাল্লার ট্রেনে এই বিধি-নিষেধ জারি হয়নি। এদিকে ৫০% যাত্রী নিয়ে পুরো সময়ই চলবে মেট্রো।

এছাড়াও আগামিকাল থেকে কলকাতার ১১ টি জায়গায় মাইক্রো কনটেনমেন্ট জোন। এছাড়াও উত্তর ২৪ পরগনা, হাওড়ার মতো জায়গায় করোনা বিধিনিষেধ জারি করা হবে। সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে।

চিড়িয়াখানা সহ সব পর্যটন স্থল বন্ধ করা হচ্ছে। রাত্রিকালীন বিধিনিষেধের সময় বাড়ল। রাত ১০ টা থেকে ভোর ৫ টা থেকে পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধে থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।