সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিল্লিতে একজন MLA-এর বে’ত’ন ৫৪ হাজার টা’কা, আমাদের রা’জ্যে’র বিধায়করা ক’তো টা’কা পান?

অনেকেই জানেন না কোন রাজ্যের বিধায়কদের বেতন কত। বিধায়কদের বেতন দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে আছে তেলেঙ্গানা। এখানকার বিধায়কদের প্রতি মাসে ২.৫ লাখ টাকা বেতন ও ভাতা দেওয়া হয়। তেলেঙ্গানার পরেই নাম আসে উত্তরাখণ্ড রাজ্যের অর্থাৎ বিধায়কদের বেতনের দিক দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তরাখণ্ড। এই রাজ্যে বিধায়করা প্রতি মাসে বেতন পেয়ে থাকেন ২.০৪ লাখ টাকা।

যদিও সব রাজ্যের ছবি এক নয়। বেশিরভাগ রাজ্যে বিধায়করা বেতন পান প্রতি মাসে এক লাখ থেকে দু’লাখ টাকার মধ্যে। কেরালা, ছত্তিশগড়, পাঞ্জাব, পশ্চিমবঙ্গের পর রাজধানী দিল্লির স্থান সবচেয়ে নীচে। যেহেতু দিল্লির বিধায়করা মাসে এখনও সর্বনিম্ন বেতন পান তাই বিধায়কদের বেতন বাড়ানোর প্রস্তাব তোলা হয়েছিল। সেই প্রস্তাব মানা হলেও তারা কত পাবেন তার এক ঝলক দেখে নেওয়া যাক-

দিল্লির বিধায়করা সেক্ষেত্রে বেতন পাবেন মাসিক ৩০ হাজার টাকা। যদি এর সঙ্গে ৬০ হাজার টাকা ভর্তুকি যোগ করা হয়, সেক্ষেত্রে মাসিক হবে ৯০ হাজার টাকা। বর্তমানে দিল্লির বিধায়কদের ১২ হাজার টাকা বেতন দেওয়া হয়, সেই সঙ্গে ৪২ হাজার টাকা ভাতা হিসাবে পান তারা। অর্থাৎ বেতন ও ভাতা সহ পান ৫৪ হাজার টাকা।

দিল্লির তুলনায় অন্য রাজ্যের বিধায়করা বেতন হিসেবে যথেষ্ট ভালো টাকা পান। তেলেঙ্গানা ও উত্তরাখণ্ডের পর নাম আসে হিমাচল প্রদেশের।সেই রাজ্যের বিধায়করা বেতন ও ভাতা সহ ১.৯০ লাখ টাকা পান। হরিয়ানার বিধায়করা পান বেতন ও ভাতা সহ ১.৫৫ লাখ টাকা, পশ্চিমবঙ্গের বিধায়করা বেতন ও ভাতা সহ পান প্রায় ৮২ হাজার টাকা।