সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বিশেষ দিনে বেলন-বেলনা একদম কিনবেন না! বাড়িতে অশান্তি সৃ’ষ্টি হ’তে পারে!

হিন্দু সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। জ্যোতিষ শাস্ত্রের মত বাস্তুশাস্ত্রের উপরেও গুরুত্ব আরোপ করেন সাধারণ মানুষ। বাস্তু মতে ঘর বাড়ি তৈরি থেকে শুরু করে কোন জায়গায় কোন জিনিস রাখা হবে তা নিয়েও ছক কোষে ফেলেন বাস্তুবিদরা। বাড়িতে রাখা সবকিছুর জন্য বাস্তু নিয়ে নিয়ম আরোপ করা বাধ্যতামূলক।

এটা যে শুধুমাত্র গৃহের সুখ শান্তি বজায় রাখে তাই নয় প্রতিটি মানুষের মধ্যে বজায় থাকে সৎ ভাব। একটুখানি অসাবধানতা চরম বিপদ আনতে পারে। নানান রকম অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার জীবনে।যেমন আমাদের বাড়িতে প্রতিদিন আমরা কমবেশি রুটি তৈরি করি।

কেউ কেউ আবার রাতের বেলা ভাত না খেয়ে রুটি খেতে পছন্দ করেন। এই রুটি তৈরি করবার সময় কয়েকটা বাস্তু মেনে চলা উচিত। যেমন এই রুটি বানানোর জন্য যে বেলনা বা বেলুন কেনার কথা আমরা ভাবি তা কিন্ত দেখে শুনে কেনা উচিত।

বেলনা বা বেলুন ব্যবহার করার পর জল দিয়ে পরিষ্কার করতে হবে এবং তার শুকিয়ে রেখে দিতে হবে। নোংরা রাখা একেবারেই উচিত নয়। প্রতিদিনের ব্যবহারের পড়ে অন্যান্য পাত্রের মতন ধুয়ে ফেলুন। নোংরা রাখলে তাতে মা অন্নপূর্ণা দেবী অত্যন্ত ক্রুদ্ধ হন।

আরো খবর: গরু পা’চা’র মামলায় বিনা কারণে অনুব্রতকে গ্রে’ফ’তা’র করা হয়েছে, কেষ্টর পা’শে দাঁড়ালেন হাকিম

যদি কেউ বেলন কেনার কথা ভাবেন তবে বৃহস্পতিবার কিনতে পারেন। এছাড়া বুধবার এবং শুক্রবার কিনতে পারেন। এতে মা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকেন। তবে মনে রাখবেন কখনো মঙ্গল এবং শনিবার বেলন কিনবেন না। চাকলা বেলন কেনার সময় মনে রাখতে হবে।

কোথাও যেন উঁচু কিংবা নিচু না হয় এতে রুটি বানানোর সময় নানান রকম ত্রুটি চোখে পড়ে। রোলিং পিন ব্যবহার করবার সময় সমতল মেঝেতে রাখতে হবে যাতে কোনরকম শব্দ না হয়।