সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গার্লফ্রেন্ড দামিনীর সঙ্গে জু’টি বেঁ’ধে সিনেমায় নামছেন শ্রাবন্তী পুত্র অভিমুন্য

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবার কবিতা ছেড়ে পা রাখতে চলেছেন সিনেমার মঞ্চে। তার কবিতার মাধুর্যে ফেসবুকবাসী থেকে শুরু করে পাঠকবর্গ সকলেই গুণমুগ্ধ। কবি শ্রীজাত থেকে পরিচালক শ্রীজাত এবার তারই পাঠক-পাঠিকাদের নতুন কিছু উপহার দিতে চলেছেন।

মানবজমিন এর হাত ধরে তাঁর পরিচালক হয়ে ওঠার যাত্রা শুরু হতে চলেছে। তবে পরিচালকের কথায় জানা যাচ্ছে, এই মানবজমিন কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস নয়, এই সিনেমা তার স্বতন্ত্র ভাবনা। সিনেমার পরিচালক ঠিক যতটা ইন্টারেস্টিং, ঠিক ততটাই জমজমাট সিনেমার কাস্টিং।

শ্রীজাতর পাশাপাশি মানবজমিনের যাত্রায় তাকে সাথ দিয়েছেন কবিজায়া দূর্বা বন্দ্যোপাধ্যায়ও। তবে তিনি ধরা দেবেন ক্যামেরার সামনে।

সবমিলিয়ে শ্রীজাতর এই সিনেমায় যেন তারকাদের ঢল নেমেছে, সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রিয়াঙ্কা সরকার,পরমব্রত চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায় সবাই অভিনয়ে থাকবেন বলে খবর।

আরো পড়ুন: জেনে নিন ইন্টারনেট ছা’ড়া কিভাবে গুগল ম্যা’প ব্যবহার করবেন

দুর্ঘটনার পর দীর্ঘদিনের বিশ্রাম পর্ব শেষ করে আবার বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বহুদিন পর কাজে ফিরতে পেরে উচ্ছ্বসিত অভিনেত্রী। গল্পে তার চরিত্রের নাম কুহু।

পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি জুটি বাঁধবেন এই সিনেমায়। কলকাতার বিভিন্ন পপুলার জায়গা নন্দন, ময়দানে শ্যুটিং করতে দেখা গিয়েছে তাঁকে।

সূত্রের খবর, শ্রীজাতর প্রথম সিনেমা ‘মানবজমিন’ এর যাবতীয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করবেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর পুত্র অভিমুন্য এবং অভিমুন্যর প্রেমিকা দামিনী। সহকারি পরিচালক রাজদীপ ঘোষ এর থেকে প্রতিটি সিন সঠিক ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

আরো পড়ুন: রঘুনাথপুরে পাঁচটি সং’স্থা বিনিয়োগ ক’র’তে আ’গ্র’হী: পার্থ চট্টোপাধ্যায়

শ্রীজাতর কথায়, অভিমন্যু আপাতত পর্যবেক্ষক হিসেবেই এই ছবিতে কাজ করবেন। ক্যামেরার সকল অ্যাঙ্গেল খুঁটিয়ে লক্ষ্য করছেন অভিমন্যু। এই ছবি শেয়ার করে রানা সরকার লেখেন, “নিউ জেনারেশন অন বোর্ড”।

অভিমন্যুর মা শ্রাবন্তী তার ছেলের কাজের জগত সম্পর্কে এর আগে বলেছিলেন যে ঝিনুক অর্থাৎ অভিমুন্য বড় পর্দায় নাম লেখানো খুব একটা পছন্দের নয়। কখনও যদি সে বড় পর্দায় নাম লেখাতে চায় তাহলে পরিচালক হিসেবেই ডেবিউ করবে, কারণ পর্দার সামনে নয়, বরং পর্দার পিছনটাই তার পছন্দের জায়গা।