সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের দু’র্ঘ’ট’না’য় আ’র্থি’ক সাহায্যের ঘো’ষ’ণা রেল দপ্তরের

উত্তরবঙ্গে পাটনা থেকে গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস চারটি কামরা লাইনচ্যূত হয়ে উল্টে গিয়েছে। বৃহস্পতিবার ৫ টা নাগাদ ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাচ্ছিল ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। জানা গিয়েছে, ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল গাড়িটি। আচমকাই লাইনচ্যুত হয় ট্রেনটির চারটি বগি। তিনটি বগি একেবারে উলটে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি।

শোনা যাচ্ছে, জলে পড়ে গিয়েছে একটি বগি। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১২ টি কামরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন একটি বিকট শব্দ তাঁরা শুনতে পান। এসে দেখেন গুয়াহাটি-বিকানির এক্সপ্রেসের কয়েকটি কামরা উলটে গিয়েছে। ভেতরে আটকে রয়েছেন বহু লোকজন।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভারচুয়াল বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক চলাকালীন দুর্ঘটনার খবর পেয়েই জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দ্রুত আটকে পড়া যাত্রীদের উদ্ধারের নির্দেশ দেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড় । তিনি টুইটে বলেন ‘ বিকানির এক্সপ্রেসের দুর্ঘটনায় যাত্রীদের আহত এবং নিহত হওয়ার খবরে গভীরভাবে শোকাহত ।

রেল , রাজ্য দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানতে পেরেছি। আহতদের সুচিকিৎসা প্রদান করা হচ্ছে । দুর্ঘটনায় নিহতদের ৫ লাখ এবং গুরুতর আহতদের ১ লাখ এবং যাঁরা সামান্য আঘাত পেয়েছেন তাঁদের ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে Indian Railways ।

ঘটনার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ঘটনার প্রেক্ষিতে টুইট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । তিনি টুইট বলেন , ‘ এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজের উপর ব্যক্তিগতভাবে নজর রাখছি ।’

উদ্বেগ প্রকাশ করেছেন টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি টুইটে বলেন Bikaner – Guwahati Express- এর দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন । রাজ্য সরকারের পদস্থ আধিকারিক DM , SP , IG ( উত্তরবঙ্গ ) -রা উদ্ধারকার্য পর্যবেক্ষণ করছে।