সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হচ্ছে না কার্নিভাল, রাজ্যে ১১ দ’ফা নির্দেশিকা জা’রি দুর্গাপুজো নিয়ে, অবশ্যই জেনে রাখুন

করোনা পরিস্থিতির মধ্যেই এবার সম্পন্ন হতে চলেছে দুর্গাপূজা। কাজেই গত বারের মতো এবারেও প্রবল বিধিনিষেধ রয়েছে দুর্গাপূজা উৎসব পালনের ক্ষেত্রে। মঙ্গলবার নবান্নে তরফ থেকে পুজো উপলক্ষে 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এবারেও কোনো সরকারী কার্নিভাল করা হবে না।

মন্ডপের চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেও বিধি-নিষেধ চাপিয়েছে রাজ্য সরকার। ভিড় এড়াতে খোলামেলা পুজোর মন্ডপের বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। গতবছর মহামারীর কারণে কোনো রকমে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। দুর্গা মন্ডপে প্রতিমা দর্শনের অনুমতি ছিল না।

এবারে যদিও বা করোনার প্রকোপ অনেকটাই কম। মঙ্গলবার রাজ্যের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, মন্ডপের চারদিক খোলা রাখতে হবে। প্রবেশ এবং বেরোনোর পথ আলাদা রাখতে হবে। একে অপরের সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য উপযুক্ত জায়গা রাখতে হবে।

এছাড়াও মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক থাকতে হবে। দর্শনার্থীদের পাশাপাশি তাদেরকেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। পুজোর সময় অঞ্জলী, সিঁদুরখেলা, দেবীবরণ পালন করা যাবে তবে ছোট ছোট দলে। মন্ত্রোচ্চারণের সময় পুরোহিতকে মাইক্রোফোনের নির্দেশ দেওয়া হয়েছে। অঞ্জলি ফুল এবারেও বাড়ি থেকেই আনতে হবে।