সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রঘুনাথপুরে পাঁচটি সং’স্থা বিনিয়োগ ক’র’তে আ’গ্র’হী: পার্থ চট্টোপাধ্যায়

আগামী এপ্রিল মাসেই হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। আর সেই কারণেই ইতিমধ্যে চলছে বিশাল প্রস্তুতি। এখনও কয়েকদিন বাকি রয়েছে , কিন্তু তাঁর আগেই একটি ভালো খবর শোনালো রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

পুরুলিয়ার রঘুনাথ পুরে নাকি পাঁচটি ইস্পাত উৎপাদনকারী সংস্থা বিনিয়োগ করতে আগ্রহী। সেই কথা মাথায় রেখেই কোনও ত্রুটি রাখতে চাইছে না রাজ্য সরকার।

ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। এই বিষয় নিয়েই পার্থ চট্টোপাধ্যায় জানায়, রঘুনাথপুরের জঙ্গলসুন্দরী কর্মনগরীতে নাকি ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন: বি’স্ম’য়’ক’র! মানুষের র’ক্তে এই প্রথম পাওয়া গে’লো মাইক্রো প্লা’স্টি’ক

তিমধ্যেই নাকি ৫ টি ইস্পাত উৎপাদনকারী সংস্থা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। যার কারণে আগামী দিনে রাজ্যে বৃদ্ধি পাবে কর্মসংস্থান।

তাছাড়া বেচারাম মান্না জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৪২ হাজারের মতো শ্রমিককাজ করছে সংগঠিত ক্ষেত্রে। আর এর মধ্যেই যদি পুরুলিয়ায় ইস্পাত উৎপাদনকারী সংস্থা আসে, বিনিয়োগ করতে চায় তাহলে চিত্রটা অনেকটাই বদলে যাবে।

রাজ্যের মুখ্যসচীব হরিকৃষ্ণ ত্রিবেদী সামনেই এই বিশ্ব বাণিজ্য সম্মেলন নিয়ে জেলাশাসকদের সাথে বৈঠকে বসতে চলেছে। সমস্ত ধরনের পরিকল্পনা এই বৈঠকেই নেওয়া হবে।

তাছাড়া বৈঠকে উপস্থিত থাকবে জেলার শিল্প মহল। এদিকে আবার শাকম্ভরী শিল্পগোষ্ঠীকে বায়ো ডায়ভারসিটি পার্ক তৈরী করার জন্য বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।