সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভগবানকে শিবকে আদালতে ত’ল’ব! হা’জি’রা না দি’তে পারলে ১০ হাজার টা’কা জরিমানা

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল এমন কিছু ঘটনা আমাদের সামনে আসে যা দেখে হতবাক হয়ে যেতে হয়। সম্প্রতি এমনই এক আজব খবর নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

স্বয়ং ভগবান শিবের বিরুদ্ধে নোটিশ তলব করা হয়েছে এক আদালতের তরফে, শুধু তাই নয়, হাজিরা না দিলে 10,000 টাকা জরিমানা দিতে হবে একথাও উল্লেখ করা হয়েছে।

আর তা না হলে সরাসরি উচ্ছেদ। ভাবুন তো কি অদ্ভুত ঘটনা! ছত্তিসগড়ের রায়গড় জেলার তহসিলদার আদালতের তরফে ভগবান শিবের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ করা হয়েছে, আর এহেন আজব এক নির্দেশকে কেন্দ্র করে চারিদিকে হইচই পড়ে গেছে।

আরো পড়ুন: কর্মীর কাজে খুশি হয়ে মা’ত্র ১৫০০ কোটি টা’কা’র গিফ্ট মুকেশ আম্বানির, কি পুরস্কার দিলেন জেনে নিন

শেষ পর্যন্ত ভগবানের বিরুদ্ধে নোটিশ কেন? এই প্রসঙ্গে আসল ঘটনাটি হল – ছত্তিসগড়ের রায়গড় জেলার 25 নম্বর ওয়ার্ডে একটি শিব মন্দির রয়েছে। ওই শিব মন্দিরটি বেআইনিভাবে সরকারি জমির উপরে তৈরি। আর এই শিব মন্দিরের বিরুদ্ধেই আদালতের অভিযোগ।

এই শিব মন্দির সহ 16 জনের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে। রিপোর্ট অনুযায়ী 10 জনকে নোটিশ দেওয়া হয়েছে তহসিলদার আদালতের তরফে। নোটিশটি মন্দিরের ট্রাস্টি, ম্যানেজার বা পুরোহিতকে সম্বোধন করা হয়নি, সরাসরি ভগবান শিবকে জারি করা হয়েছে।

আদালতের নোটিশে জানানো হয়েছে, শুনানিতে উপস্থিত না হলে 10 হাজার টাকা জরিমানা দিতে হবে এবং তাদের উচ্ছেদ করা হতে পারে।

আরো পড়ুন: হাতে জ্ব’ল’ছে সিগারেট, ভয়ডরহীন যুবতী বিষধর সা’প’কে তু’লে ঢিল মা’র’লে’ন, ভিডিও ভাইরাল

ভগবান শিবকে পাঠানো নোটিশে এও বলা হয়েছে, “আপনার (ভগবান শিব) এই কাজটি ছত্তিশগড় ভূমি রাজস্ব কোডের ধারার অধীনে অপরাধ বলে গণ্য করা হয়।

এই মামলার শুনানির দিন 23 মার্চ সবাইকে আদালতে হাজিরা হতে হবে।” ছত্তিশগড়ের রায়গড় জেলার ভগবান শিবকে ঘিরে এই ঘটনা নেটদুনিয়ায় শেয়ার হতেই সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে।

তাহলে বুঝতে পারছেন তো আইনের চোখে সবাই সমান। এর জন্যই ভগবান শিবকেও পাঠানো হল নোটিশ। আর যেহেতু গোটা বিশ্বে মহাদেবের ভক্ত ছড়িয়ে রয়েছে তাই এই ধরনের একটি খবর সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।