সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হীরের পে’টে হীরের জ’ন্ম! সুরাটের কারখানায় বি’রা’ট আবিষ্কার

একজন মা যেরকম তার সন্তানের জন্ম দেন। এবার তেমন ভাবেই হিরে জন্ম দিচ্ছে একটি হীরেকে। কি ভাবতে অবাক লাগছে? কিন্তু সত্যি সত্যি একটা হীরের টুকরোর মধ্যে আরও একটা হীরের টুকরো পাওয়া গিয়েছে! সম্প্রতি এই বহুমূল্য আশ্চর্য রতনের খোঁজ মিলেছে ভারতেই! গুজরাটের সুরাটে একটি ফার্মে ওই হিরে আবিষ্কার হয়েছে বলে জানা গিয়েছে।

এই হীরের আবার একটি সুন্দর নামকরণ করা হয়েছে বিটিং হার্ট। জোড়া রত্নের বড় এই পাথর যখন ঝাকানো হচ্ছে তখন তার মধ্যে থেকে দেখা যাচ্ছে একটি হীরের টুকরো। সুরাটের ভিডি গ্লোবাল এই হীরেটি আবিষ্কার করেন ২০২২ সালের অক্টোবর মাসে। রত্ন বিশেষজ্ঞরা দাবি করেছেন এটি একটি বিরলতম রত্ন।

ওই সংস্থার চেয়ারম্যান বল্লভ বঘাসিয়া জানিয়েছেন এই পাথরটি দেখার পর আমাদের প্রথম মনে হয়েছিল এর নাম রাখা উচিত বীটিং হার্ট। সেখান থেকে পাথর থেকে বা যাচাই করার জন্য লন্ডনের মেইডেন হেডের একটি কারখানায় পাঠানো হয়।

আরো খবর: চোখে পাওয়ারের চশমা, হাতে স্যালাইন, ঠিক কি হয়েছে মধুমিতার?

সেখানে বলা হয়েছে ২০১৯ সালের রাশিয়ার সাইবেরিয়ায় এমন একটি পাথরের সন্ধান পাওয়া গিয়েছিল এটি ওই জাতের হীরে তবে কোন ভারতীয় সংস্থা এই প্রথম এমন হিরের সন্ধান পেয়েছে।

এই প্রসঙ্গে হীরে বিশেষজ্ঞ সামান্থা শিবলে জানিয়েছেন গত ৩০ বছর ধরে আমি কাজ করছি হীরে নিয়ে কিন্তু এর আগে কখনো এমন রত্ন দেখিনি।