সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তর কলকাতার লাইফ লাইন নতুন টালা ব্রি’জ চা’লু হ’বে পুজোর আগেই!

পুজোর আগেই কলকাতা বাসীদের জন্য দারুণ সুখবর। পুজোর আগেই খুলে যাবে শহরবাসীর বহু প্রতীক্ষিত টালা ব্রিজ। এই ব্রিজের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৬৮ কোটি টাকা, এই ব্রিজের দৈর্ঘ্য ৭৫০ মিটার দীর্ঘ।

এই নতুন ব্রীজের মধ্যে রয়েছে এক নতুন চমক, এই ব্রিজের ২৪০ মিটার অংশ শূন্যে ঝুলে থাকবে। আগের বিজ্রের সাথে তুলনা করলে সেটি ছিল তিন লেনের কিন্তু এবার এটার মধ্যে রয়েছে চারটি লেন, সাথে দুইদিকে ফুটপাত।

আসলেই নতুন ব্রিজটি মাঝেরহাট ধাঁচে কেবল স্টেড রেলওভার ব্রিজ হিসাবে আত্মপ্রকাশ করছে। আগের যেটা বৃষ্টি ছিল সেটার ভার বহন ক্ষমতা ছিল ১৫০ টন, নতুন নতুন যে তালা ব্রিজ তৈরি করা হয়েছে সেটার ভার বহন ক্ষমতা ৩৮৫ টন।

আরো পড়ুন: UGC NET-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শু’রু হলো, কবে শে’ষ হ’বে দেখে নিন

এই নিয়ে রাজ্যের পূর্ত দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে, নয়া কেবল স্টেড সেতুটির ভারবহন ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। এই ব্রিজের উদ্বোধন নিয়ে অনেকেই অনেক কথা বলছে, তবে কলকাতা পুরসভার (KMC) ডেপুটি মেয়র তথা কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ শনিবার বলেন, করোনা অতি মারির কারণে কাজ একেবারেই থেমে গিয়েছিল।

কিন্তু এবার পুরোদমে কাজ শুরু হয়েছে। দিনরাত কাজ হচ্ছে, তাছাড়া পূর্ত দপ্তর এর সাথে সাথে পুরসভাও নির্মাণে সমান নজরদারী চালাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই বছর পুজোর আগেই মুখ্যমন্ত্রী এই ব্রিজ উদ্বোধন করতে পারবে।