সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

UGC NET-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শু’রু হলো, কবে শে’ষ হ’বে দেখে নিন

ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট ২০২২ সালের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গতকাল ৩০ এপ্রিল থেকেই এই আবেদন শুরু হয়েগেছে, তাই আর একটুও দেরী না করে এই বিষয়ে, বিশদে জেনে নেওয়া যাক।

ইতিমধ্যেই ওয়েবসাইট এ এই বিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। আবেদনপত্র পূরণ করার জন্য আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in যেতে হবে। আবেদনপত্র পূরণ করার তারিখ চলতি মাসের ২০ মে পর্যন্ত। এরপরে ফর্মের সংশোধন উইন্ডো ২১ মে থেকে চালু করা হবে।

এদিকে ইউজিসি চেয়ারম্যান জগদেশ কুমারের তথ্য অনুসারে জানা গেছে, পরীক্ষা আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ অনুষ্ঠিত হতে পারে। এদিকে আবার বলা হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষাগুলি কম্পিউটার ভিত্তিক নেওয়া হবে।

আরো পড়ুন: Jio-Airtel কে জবরদস্ত ট’ক্ক’র, ২৯ টা’কা দিয়ে শুরু এই প্ল্যা’ন ছ’ক্কা হাঁ’কা’লো Vodafone Idea

অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই আবেদন করবো কিভাবে? আসলে ইউজিসি নেট এর অফিশিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in যেতে হবে। সেখানে গিয়েই ডিসেম্বরের জন্য অনলাইন আবেদনপত্র অপশনে ক্লিক করতে হবে।

ক্রেডেনশিয়াল ব্যবহার করে লগইন করতে হবে এবং ugc-net আবেদনপত্র পূরণ করতে হবে। এরপরে আপনাকে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।