সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরীব অবস্থায় মা’রা গিয়েছিলেন, কিন্তু মৃ’ত্যু’র ৬৬ বছর প’র কয়েক লাখ টা’কা কামিয়ে নেয় তাঁ’র দেহ

জন্ম মৃত্যু জীবনের এক চরম সত্যি। পৃথিবীর বিভিন্ন দেশে মৃত দেহ সৎকারের অনেক ধরন আছে। কোন ধর্মে দেহ সৎকার করা হয়, কোন ধর্মে কফিন বন্ধী করা হয়। মৃত্যুতেই জীবনের অবসান ঘটে।কিন্তু আজ এক অন‍্য ঘটনা তুলে ধরা হল।মানুষ টির নাম ছিল এল্মার ম্যাককার্ডি।

তিনি বেচে থাকতে করেছেন অনেক অপরাধ মুলক কাজ।তবে তার মৃত্যু এর পর তার দেহ সুখ্যাতি অর্জন করে।১৯১১ সালে তিনি মারা যান। ১৮৮০ সালে তার জন্ম।

তিনি ছিলেন অনাথ। আমেরিকা এর এক শহরে তিনি বেরে উঠেন। তিনি পাইপ মিস্ত্রি হিসেবে কাজ করতেন।কিন্তু যৌ’ব’নে চরম মাদকাসক্ত হয়ে পরেন।

এর পর তার জীবন ধংসের পথে এগোয়। নেশার জন্য চুরি ডাকাতির মত কাজ করতে পা পিছান নি।১৯১১ সালে তিনি গুলি বিদ্ধ হয়ে মারা যান।

তবে তার মৃত দেহের সৎকার করতে কেউ এগিয়ে আসেন নি ।এর পর এর দায়িত্ব নেয় সরকার।তার দেহ আর্সেনিক যুক্ত এক প্রলেপ মাখিয়ে সংরক্ষন এর সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর শুরু হয় এই দেহ নিয়ে ব্যবসা।তার সুগন্ধ যুক্ত দেহ দেখার জন্য দূর দুরান্ত থেকে লোকের ভিড় হত। ৫ সেন্ট দিয়ে জনগন তার দেহ দেখার সুযোগ পেত। এর পর শুরু হয় অসত বাক্তিদের ব্যবসা।কেউ কেউ এল্মার কে নিজের ভাই বলে পরিচয় দিয়ে তার দেহ নিয়ে যেতে চায়।

এর পর অনেক মানুষের হাত বদল হয়ে শেষে ঠাই হয় লাফ ইন দা ডার্ক নামক বিনোদন পার্ক এ। সেখানে একটি গাছে তার দেহ ঝুলানো হয়।

এল্মারের দেহ নিয়ে প্রায় ৬৬ লক্ষ টাকা আয় করা হয়।১৯৭৭ সালে একটি ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রায় ৬ দশক পর তার দেহ বর্তমানে ওকলাহোমার বুথ হিলে সমাধিস্থ করা হয়।