সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’রা’ট সি’দ্ধা’ন্ত, সরকারি প্র’ক’ল্পে মাথার উপর মিললো ছাদ, ৭৫ হাজার বাড়ি বিতরণ কেন্দ্রীয় সরকারের

নিউ আরবান ইন্ডিয়া বা শহুরে আবাস যোজনার আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে বাড়ি বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে শুরু হলো এই কর্মকাণ্ড। এই ধাপে প্রায় ৭৫ হাজার বাড়ি বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এই প্রকল্পে ৭৫ হাজার মানুষকে ডিজিট্যালি বাড়ি প্রদান করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে প্রস্তুত করা হয়েছে এই বাড়িগুলি। উত্তরপ্রদেশ উন্নয়ন পরিষদ ও কেন্দ্রীয় আবাসন দপ্তরের মিলে এই প্রকল্পকে বাস্তবায়িত করেছে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভার্চুয়ালি স্মার্ট সিটি মিশনের আওতায় আগ্রা, আলীগড়, কানপুর, লখনৌ, প্রয়াগরাজ, সাহারানপুর, মুরাদাবাদ, অযোধ্যার অন্তর্গত ইন্টিগ্রেটেড কন্ট্রোল সেন্টার এবং ইন্টেলিজেন্ট ট্রাফিক মানেজমেন্ট ও বিভিন্ন দপ্তরের বিভিন্ন শহরে পানীয় জল প্রকল্পের শিলান্যাস করেছেন।

কেন্দ্রের এই পানীয় জল প্রকল্প বাস্তবায়িত করতে খরচ হয়েছে প্রায় ৪৭৩৭ কোটি টাকা। লখনৌ, কানপুর, গোরক্ষপুর, ঝাঁসি, প্রয়াগরাজ, গাজিয়াবাদ, বারাণসীতে ৭৫টি ইলেকট্রিক বাস উদ্বোধন করা হয়েছে। এছাড়া উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় প্রায় ৭৫ হাজার মানুষের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেন নরেন্দ্র মোদি।