সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মায়ের শাড়ি পরে বাৎসরিক কা’জ শে’ষ করলেন চৈতি ঘোষাল

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি মুখ চৈতি ঘোষাল। বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে। নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়ে হাজার হাজার দর্শকের মন জয় করেছেন এই অভিনেত্রী। বাবা শ্যামল ঘোষালের ছত্রছায়াতেই তিনি বড় হয়েছেন।

বাবার থেকেই অভিনয় জগতে পা রাখার অনুপ্রেরণা পান তিনি। সত্যজিৎ রায়ের সাথে একাধিক ছবিতে কাজ করেছেন তার বাবা। ছোটবেলায় তৃপ্তি মিত্রর কাছে অভিনয়ের অনেক কিছু শিখেছিলেন চৈতি ঘোষাল। প্রত্যেক মানুষের জীবনে মা-বাবার জন্য একটা আলাদা জায়গা বরাদ্দ থাকে। থাকে আলাদা ভালোবাসাও।

মনের সেই জায়গাই হোক বা ভালোবাসা কেউ কখনোই তা নিতে পারেনা। চৈতি ঘোষালের সেই মনের জায়গাটা আজ ফাঁকা। কারণ আজ থেকে ঠিক এক বছর আগে চৈতি হারিয়ে ফেলেছিলেন তাঁর মাকে। মা ছিলেন তাঁর অত্যন্ত কাছের একজন মানুষ।

আরো পড়ুন: ১৯-২১ এপ্রিল বন্ধ থা’ক’বে ইকোপার্ক, জানুন বি’শ’দে

তাঁর কথায় মা ছিলেন হাসিখুশি এবং সুন্দর মনের একজন মানুষ। মায়ের শুন্যতা আর পূরণ হয় না। কথায় আছে, দুনিয়ায় যার মা নেই, তার কেউ নেই।

তাই মায়ের শুন্যতা কেউ কখনও পূরণ করতে পারে না। একবছর চৈতি কাটিয়ে ফেললেন মাকে ছাড়া। জীবন কি আর কোনো কিছুর জন্য অপেক্ষা করে? সে তো নিজের ছন্দে এগিয়ে যায়।

সম্প্রতি রীতি মেনে মায়ের একবছরের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলেন তিনি। মায়ের অত্যন্ত আপন ছিলেন চৈতি আর তার বোন মিতালী।

দুজনেই আজ শোকাহত, চোখে জল নিয়েই মায়ের কিছু ছবি শেয়ার করে মায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় চৈতি লিখলেন, “একবছর তুমি নেই মা, তোমার হলুদ সাদা গল্প আর রজনীগন্ধার মাঝে তুমি, পাশে বাবা।

পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হল। Human Chain remains forever. জানো মা, সবাই তোমার শাড়ি পড়েছিল আজ। তোমার পছন্দের খাবার রান্না হয়েছিল। তুমি দেখেছ! কিন্তু ডাকঘরের অমলের মতো তো আমার নবীন চোখ নেই তাই শুধু ভিতরে কম্পন অনুভব করছি।”