সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বামীর রাগকে কিভাবে মো’কা’বি’লা করবেন আপনি? জানুন টো’ট’কা

সংসারে স্বামী কথায় কথায় রেগে গেলে ভীষণ সমস্যা সৃষ্টি হয়। দাম্পত্য জীবন যেন বোঝা হতে শুরু করে দেয়। তবে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা নিজের স্ত্রীর কখনো ক্ষতি করেন না আবার অনেকে রাগের আগুনে কি বলেন অথবা কি করেন সেটা বুঝতে পারেন না। এই সমস্ত পরিস্থিতি তৈরি হলে কিভাবে তাকে সামাল দেবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

নিজের স্বামীকে রেখে যেতে দেখলে বাকযুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করবেন। নিজেকে শান্ত রাখুন এবং কটুক্তি উপেক্ষা করে যান। বিবাদে নিজেকে জড়িয়ে দেবেন না। উল্টোদিকের মানুষটি আরও হিংস্র জানো না হয়ে যায়, সেদিকে খেয়াল করবেন।

সাবির দুর্ব্যবহার প্রসঙ্গে কখনোই শাশুড়ি অথবা ননদকে জানাবেন না। আপনাদের মধ্যে সবকিছু পরবর্তীকালে ঠিক হয়ে যাবে পরিবারের অন্য সকলের কাছে আপনার স্বামী খারাপ হয়ে যাবে। এর ফলে সমস্যা আরো জটিল আকার ধারণ করবে। তাই দাম্পত্য জীবন সম্পর্কে শ্বশুরবাড়ির কারো সঙ্গে আলোচনা করবেন না।

স্বামী রাগের পেছনে আপনি অথবা আপনার কতটা দায় রয়েছে তা বোঝার চেষ্টা করুন। এছাড়াও আপনার স্বামী অনেক ক্ষেত্রে নিজের সাফল্যের জন্য আপনাকে দায়ী করবে অথবা আপনাকে দোষী বলে সাব্যস্ত করবে। কিন্তু সমস্ত লাঞ্ছনা মাথা পেতে নেবে না। আপনার যদি দোষ থাকে অবশ্যই সেই ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন।

আপনার স্বামী যে রাগি তা আপনি খুব ভালোভাবে জানেন। কিন্তু কতটা সীমা অতিক্রম করলে আপনিও রেগে যেতে পারে সেটা তাকে বুঝিয়ে রাখুন। সীমারেখা মেনে চলতে হবে আপনাকেই।