সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশপথে আরো সহজে পৌঁছে যান ডুয়ার্স, মিললো যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি

এবার ডুয়ার্স যাত্রা হতে চলেছে আরো সহজ। আকাশ পথে যুক্ত হবে ডুয়ার্স। পর্যটকদের জন্য একটা দারুণ সুখবর। প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দেন কেউ প্রাইভেট গাড়িতে কেউ আবার ট্রেনে চেপে। কিন্তু দুটোই অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার।

কিন্তু এবার ছুটিতে পাহাড় বেড়াতে যেতে আপনি আকাশ পথকেই সঙ্গী করে নিতে পারবেন। চালু হতে চলেছে কলকাতা থেকে ডুয়ার্স প্লেন পরিষেবা। আলিপুরদুয়ারের হাসিমারায় ভারতীয় বায়ু সেনা বিমান ঘাঁটিতে এবার থেকে যাত্রীবাহী বিমানের সূচনা করা হতে চলেছে।

কলকাতা থেকে উত্তরবঙ্গ রুটে বিভিন্ন ভলভো বাস পরিষেবা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। রয়েছে সেমি হাই স্পিড বন্দে ভারত। আর এবার আকাশ পথেও জুড়ে যেতে চলেছে দক্ষিণ ও উত্তর বঙ্গ। এই বিমানবন্দর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য ২৫ কিলোমিটার দূরে বক্সা।

আরো পড়ুন: আবহাওয়ার বি’রা’ট পরিবর্তন হতে পারে বিকেলে, হতে পারে প্রবল বৃষ্টিপাত!

এছাড়া ভুটান এখান থেকে মাত্র ৩০ কিলোমিটার। আর হাসি মারার একেবারে কাছেই রয়েছে চিলা পাতা ফরেস্ট। বিমান পরিষেবা শুরু হলে নিমেষের মধ্যে কলকাতা থেকে এই দর্শনীয় স্থানগুলিতে চলে আসতে পারবেন পর্যটকরা।

এছাড়া কলাইকুন্ডাতেও একটি বিমান ঘাঁটি তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে। খড়গপুর হলদিয়া মেদিনীপুরের মতো আরো বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত ভাবে কলকাতা। তাতে যাত্রী পরিষেবা আরো সচল হবে।

টেন্ডারের মাধ্যমে যে বিমান সংস্থাকে বেছে নেওয়া হবে রুট এবং ভাড়া তারাই ঠিক করে দেবেন বলে জানা গিয়েছে। রাজ্য সরকারের সঙ্গে চুক্তির অপেক্ষায় রয়েছে। যাত্রী বিমানের মোট আসনের কুড়ি শতাংশের ভাড়া কেন্দ্র এবং রাজ্য একসাথে বহন করবে বলে জানা গিয়েছে।