Home চাকরি ট্রান্সফারের ক্ষেত্রে ৫ বছর অ’পে’ক্ষা ক’রা বাধ্যতামূলক নয়, নি’র্দে’শ জা’রি করলো হাইকোর্ট

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রান্সফারের ক্ষেত্রে ৫ বছর অ’পে’ক্ষা ক’রা বাধ্যতামূলক নয়, নি’র্দে’শ জা’রি করলো হাইকোর্ট

এবার থেকে বিশেষ ক্ষেত্রেও কার্যকর হবে না, বদলির জন্য একস্কুলে ৫ বছর নূন্যতম অতিবাহিত করার বিধি। আজ সোমবার এক মামলার রায় দিতে গিয়ে এই বিষয় নিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা।

মনে করা হচ্ছে এই নির্দেশের পর, শারীরিক অসুস্থতা নিয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অসুবিধার সম্মুখীন হতেন তাদের সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।

স্কুল সার্ভিস কমিশনের যে নিয়ম রয়েছে সেখানে বলা হয়েছে, কোনো একজন শিক্ষক কিংবা শিক্ষিকা স্কুলে যোগদান করলে পাঁচ বছরের আগে বদলির জন্য আবেদন করতে পারবে না।

আরো পড়ুন: করিনা-জিতের স’ঙ্গে করেছেন অভিনয়, যোগ্য সন্মান না পেয়ে হা’রি’য়ে গেলেন এই অভিনেত্রী

এই নিয়মের কারণে বিশেষভাবে শারীরিক অসুস্থতায় থাকাকালীন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা অসুবিধার সম্মুখীন হয়। এই ধরনের দাবি নিয়েই পূর্ব বর্ধমানের এক শিক্ষিকা হাইকোর্টে দারস্ত হয়েছিলেন।

তিনি দাবি করেন শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তাকে ২০০ কিমি যাতায়াত করতে হচ্ছে। এর সাথে শারীরিক মানসিক ও আর্থিক দিক থেকেও তার ক্ষতি হচ্ছে অনেকটাই।

এবার সমস্ত কিছু খতিয়ে দেখে বিচারপতি মান্থা জানিয়েছেন, শারীরিক অসুস্থতা থাকাকালীন বদলির জন্য ৫ বছরের অপেক্ষা কার্যকর হবে না। সেই শিক্ষিকার তার বাসস্থানের কাছাকাছি বদলি করতে হবে বলেও জানান তিনি।