Home অফবিট জ্যোতিষকথা: শা’রী’রি’ক গ’ঠ’ন অনুযায়ী স্ব’ভা’ব ও চরিত্র কেমন হয় মেয়েদের?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্যোতিষকথা: শা’রী’রি’ক গ’ঠ’ন অনুযায়ী স্ব’ভা’ব ও চরিত্র কেমন হয় মেয়েদের?

জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী, কোন মানুষের চেহারা অথবা গঠন দেখে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বলে দেওয়া সম্ভব। আজ কথা বলব তেমনি কিছু গঠনের কথা, যা দেখে আপনি বুঝতে পারবেন সেই মেয়েটি চরিত্র কেমন হতে পারে।

কোন মেয়ে যদি কম উচ্চতা সম্পন্ন হয়, তাহলে সেই মেয়েরা বর্তমান সময় নিয়ে বেশি মাথা ঘামান। শক্ত সমর্থ অথবা কম উচ্চতার মেয়েরা সবসময় আত্মরক্ষা মেনে চলার চেষ্টা করেন। এই সমস্ত মানুষের যদি আতে ঘা লাগে, তাহলে এই সমস্ত মেয়েরা আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে।

যে সমস্ত মেয়েদের মুখ গোলাকার, সেই সমস্ত মেয়েরা বন্ধুত্ব করতে বেশি পছন্দ করেন এবং সেই সমস্ত মেয়েরা বোকা হয়, তাই এদের থেকে কাজ হাসিল করে নেওয়া খুব সহজ হয়।

রোগা এবং কম উচ্চতার মেয়েরা সমস্যা দেখলেই পিছিয়ে পড়েন। যাদের শরীরের গঠন হালকা, তাদের অনুভূতি খুব প্রবল হয়। অন্যের থেকে বেশি যোগ্য এই ব্যাপারটা ভীষণ ভাবে বোঝাতে চান অন্য সকলকে।

চৌকো আকৃতির মেয়েরা ভীষণভাবে বাস্তব বুদ্ধি এবং দৃঢ়চেতা সম্পন্ন হন। শরীরের গঠন যদি মোটাসোটা হয়, তাহলে সেই সমস্ত মানুষরা শান্ত প্রকৃতির হয়। ২ মিনিটে মানুষের সাথে হেসে কথা বলেন এই সমস্ত মানুষেরা।