সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিষ্টি কুমড়োর আড়ালে কাঠ পাচারের চে’ষ্টা, গ্রে’ফ’তা’র দুই

গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে জলপাইগুড়ি রানীনগর এলাকা অভিযান চালায় বনকর্মীরা। এরপর সেখানে মিষ্টি কুমড়ো বোঝাই ১৪ চাকার লরি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বার্মা টিক কাঠ।

এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম শেখ কলিম ও সৈয়দ নাইম।দুজনেই মহারাষ্ট্রের বাসিন্দা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই লড়ি থেকে ৫০ লক্ষ টাকার বার্মা টিক কাঠ উদ্ধার হয়েছে এবং উদ্ধার হওয়া বার্মা টিক কাঠ গুয়াহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

আরো খবর: অরুণাচলে চীনাফৌজকে যো’গ্য জ’বা’ব দেওয়ার বি’ষ’য়ে কি খুশি অরুণাচলবা’সী? তারা কি বলছেন?

মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।