সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেশন ডিলারের লাইসেন্স লাগবে? কীভাবে পাবেন?

জানেন কি ভারতবর্ষের বহু সংখ্যক মানুষ রেশন ডিলার হয়ে কত টাকা রোজগার করছেন। রেশন ডিলার হতে গেলে কি কি প্রয়োজন? রেশন ডিলার হতে পারলেই আপনি হয়ে যাবেন কোটিপতি! করোনা পরিস্থিতিতে মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ার সময় এই রেশনের চাল ডালের উপরই তাদের ভরসা করতে হতো।

রেশন কার্ড না থাকলে অবশ্য রেশন পাওয়া যায় না। আপনি যদি রেশন ডিলারশিপ পেতে চান তবে কি কি করতে হবে জানেন। রেশন ডিলারশিপ নিতে চাইলে প্রথমে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।

এর জন্য পশ্চিমবঙ্গ খাদ্য এবং খাদ্য সরবরাহ দপ্তরে আবেদন জানাতে হবে আপনাকে। http://www.food.wb.gov.in। এই সাইটে গিয়ে আপনাকে আবেদন জানাতে হবে। অবশ্যই যে মহকুমায় আপনি রেশন দোকান খুলবেন সেখানকার বাসিন্দা আপনাকে হতে হবে।

রেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম সমবায় সমিতি self help group থাকতে হবে। রেশন ডিলারশিপের জন্য প্রথমে আপনাকে অনলাইন ১০০০ টাকা ডিপোজিট হিসেবে জমা করতে হবে। এরপর একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। http://www.wbifms.gov.in‌‌

সেখানে আবেদন করার সময় এই ফি জমার চালানটি দিতে হবে। প্যান কার্ড আধার কার্ড এবং পাসপোর্ট ছাড়াও আরো বিভিন্ন সরকারি পরিচয় পত্রের প্রয়োজন। আপনার শিক্ষাগত যোগ্যতা আর্থিক স্বচ্ছতার প্রমাণ গো ডাউন বা লেআউটের নকশা বার্থ সার্টিফিকেট এডমিট কার্ড এসব দিতে হবে এবং তিন বছরের আয়কর রিটার্নের ফাইল দিতে হবে।