Home অফবিট বা’ধ্য হয়ে নড়াচড়া করতে হয়, শ্বাস নিতেও যেন অনীহা! বি’শ্বে’র সবচেয়ে অলস...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বা’ধ্য হয়ে নড়াচড়া করতে হয়, শ্বাস নিতেও যেন অনীহা! বি’শ্বে’র সবচেয়ে অলস প্রাণী এটি

এত বড় পৃথিবীতে রয়েছে বিশালতার প্রাণী জগৎ ও উদ্ভিদ জগত। প্রানী জগতে এমন আলসেমি প্রাণীর কথা আগে কেউ কখনো দেখেওনি ও শোনেও নি যার কিনা নিঃশ্বাস নিতেও বড়ই কষ্ট হয়। নড়াচড়া করতেও তার রয়েছে অনীহা, যে কারণে তার নাম দেয়া হয়েছে স্লথ। যথার্থ সেই নাম। এদের মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকা জঙ্গলে দেখতে পাওয়া যায়। এদের সবথেকে পছন্দের বিষয় হলো ঘুম।

একটানা কুড়ি ঘন্টা পর্যন্ত ঘুমোতে পারার ক্ষমতা রাখে এরা। তবে বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে এরা প্রায় দশ ঘণ্টা পর্যন্ত ঘুমায় কোনরকম কোন নড়াচড়া না করেও। আজকের প্রতিবেদনে তার সেই আলসেমিকে তুলে ধরব আমরা। জানবো এমন ভাবেও বেঁচে থাকা যায়। পৃথিবীতে ছয়প্রজাতির স্লথ আছে। তবে তার মধ্যে আঙুলের বিচার করলে রয়েছে দুরকম স্লথ দুই আঙ্গুল বিশিষ্ট ও তিন আঙ্গুল।

তবে তিন আঙ্গুল বিশিষ্ট স্লথকে বেশিরভাগ দেখা যায়। যারা এক ভাবে এক জায়গায় চুপটি করে শুয়ে থাকে নড়াচড়া করে না। তবে তার মুখ ভারী অদ্ভুত সব সময় হাস্যকর। দেখতে বানরের মতো হয় মনে হয়। রয়েছে দুটি কসেরুকা, ২৭০ ডিগ্রী পর্যন্ত মাথা ঘোরানোর ক্ষমতা। খাদ্য হিসেবে এরা খায় লতাপাতা ফুল গাছের মুকুল ইত্যাদি।

আরো পড়ুন: কমেডিয়ান হওয়ার জন্য বা’ড়ি ছেড়েছিলেন মা’ত্র ২০ বছর বয়সে, এখন কোটি কোটি টা’কা’র মালিক

সরীসৃপ প্রাণী এত স্রোত হওয়া সত্ত্বেও তাদের যদি কোন শিকারি আক্রমণ করে তখন তাদের এক ভিন্নই রূপ দেখা যায় যেখানে তারা হিংস্র এবং চিৎকার করে এরা লম্বায় দুই থেকে আড়াই ফুট হয় ওজন সাড়ে তিন থেকে আট কেজি পর্যন্ত ভালোবাসে, শুধুমাত্র প্রাকৃতিক কর্ম স্বার্থের নিচে নেমে আসে সপ্তাহে একদিন স্নান করে একটানা বেশিক্ষণ জলের নিচে থাকতে পারে না সর্বোচ্চ ৪০ মিনিট দম বন্ধ করে জলে নিচে থাকতে পারে এবং অদ্ভুত ধরনের প্রাণী কে দেখতে ভিড় জমিয়েছেন সোশ্যাল নেটিজেন্ রা।