BREAKING: এই জিনিসগুলোর উপর বাড়তে পারে GST, বাড়তি চাপ মধ্যবিত্তের

42

বেশ কিছু জিনিসে GST বাড়ানোর কথা ভাবছে সরকার। জানা গেছে, ট্যাক্স আদায়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিছু জিনিসের উযুর ট্যাক্স বাড়ানো হতে পারে। GST কাউন্সিল তাঁদের পরবর্তি বৈঠকে এর উপর অন্তিম সিদ্ধান্ত নেবে।

এই রকম আপডেট পেতে লাইক করুন

GST কালেকশন আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে প্রায় ৬ হাজার কোটি টাকা কম হয়েছে। জানা যায়, তামাক ও তামাক পণ্যের উপর বাড়ানো হতে পারে GST। কয়লা থেকে উপার্জন বাড়ানোর জন্য এর উপর GST বাড়ানো হতে পারে।

এই রকম আপডেট পেতে লাইক করুন