সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই অফিসার অন্য দি’ক দি’য়ে ভাইরাল! দিনে তিনি পুলিশ, রা’তে তিনি সিনেমার নায়িকাদের সা’থে নাচেন

জীবনে প্রত্যেকটা মানুষেরই নানান রকমের সক সৌখিনতা থাকতে পারে, বাঁচার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষের অনেক সখ আহ্লাদ থাকে, কেউ সেটাকে পূরণ করতে পারে কারোর আবার নানান কারণে হয়ে ওঠেনা সেই স্বপ্ন পূরণ। তবে বলা যায় যে মনের মধ্যে অদম্য ইচ্ছা যদি থেকে থাকে তাহলে সবকিছুই সম্ভব হয়ে ওঠে। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব সখ সৌখিনতা থাকে যা তারা পূরন করতে চায়, এ রকমই একজন পুলিশ অফিসার অভিনয় জগত সম্পর্কে খুব আগ্রহ এবং তিনিও চান অভিনয় করতে, তবে পেশায় পুলিশের কিভাবে সম্ভব হলো অভিনয় জগতে আসা। আসুন জেনে নিই সেই ব্যাক্তির গল্প যিনি অসম্ভবকে সম্ভব করে নিজের সমস্ত ইচ্ছাকে পূরণ করেছেন।

ওই ব্যক্তির নাম আনন্দ কুমার, মুম্বাই এসেছিলেন কুড়ি টাকা পকেটে নিয়ে, কিন্তু তখন ট্রেনের কালেক্টর বাড়ির সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দেন তার বাড়িতে, এরপরে কিছু বছর পর এক বন্ধুর সাহায্যে পেয়ে ৫০০ টাকা নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন, তবে সেই সময় তিনি কোনো রকম সফল হতে পারেনি কারণ তার বাবা গিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিল। বাবার ইচ্ছা ছিল যে ছেলে একটা সরকারি চাকরি করবে অবশেষে ২০০১ সালে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরি পেলেন আনন্দ ওঝা, কিন্তু কাজের দায়িত্ব কর্তব্যের মাঝেও নিজের স্বপ্নটাকে কখনোই ভোলেননি, কারণ তিনিই তাঁর পুলিশের দায়িত্ব পালন করার সাথে সাথে অনেক ভোজপুরি সিনেমাতেও অভিনয় করে গেছেন।

চাকরি গত দিক থেকে তিনি একজন ট্রাফিক পুলিশ হলেও আর বাস্তবে ইচ্ছা ছিল অভিনয় করার এবং সেই কারণেই তিনি অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিতে পারেননি। পুলিশের দায়িত্ব পালন করার সাথে সাথে তিনি অভিনয় চালিয়ে গেছেন। অভিনয় করার সুযোগ আসে তার কাছে ২০০৫ সালে যখন তিনি মুখ্যমন্ত্রী মুলায়ম সিং এর নিরাপত্তার জন্য অংশ নিয়েছিলেন এবং সে মুম্বাই গিয়েছিলেন সেখানে তার সাথে আলাপ হয়েছিল ভোজপুরি ছবির প্রযোজক নির্মল পান্ডের সাথে এরপর একটি ছবিতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। তার পর পর অনেক সিনেমাতেই তিনি অভিনয় করেন, বর্তমানে এই আনন্দ কুমারের বয়স ৪০, ইতিমধ্যে পাঁচটি ছবির অফার হাতে রয়েছে তার। এপ্রিল মাসে মাহি সিনেমাটির শুটিং এর জন্য তিনি যাবেন ইউরোপে।