Home দেশ ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে মে মাসে! বাংলায় ক’বে ক’বে বন্ধ?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১১ দিন ব্যাংক বন্ধ থাকবে মে মাসে! বাংলায় ক’বে ক’বে বন্ধ?

মে মাসে মহারাষ্ট্র দিবস/মে ডে, বুদ্ধ পূর্ণিমা, রবীন্দ্রজয়ন্তী এবং মহারানা প্রতাপ জয়ন্তীর পাশাপাশি রাজ্য ভেদে বিশেষ উৎসব রয়েছে। যার কারণে সরকারি – বেসরকারি ক্ষেত্র এবং ব্যাংকও বন্ধ থাকবে। তাই ব্যাংকে আপনার দরকারি কাজগুলো এখনই সেরে ফেলুন।

সম্প্রতি আগামী মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে অনলাইন পরিষেবার সুবিধা সবসময় চালু থাকবে।

মার্চ মাসে নিন্মের তারিখগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক-

১ মে, ২০২৩ মহারাষ্ট্র দিবস/মে দিবস হিসেবে পালিত হয়। তাই বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কোচি, কলকাতা, মুম্বই, নাগপুর, পানাজি, পাটনা এবং ত্রিবান্দ্রমের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৫ মে, ২০২৩ তে পড়েছে বুদ্ধ পূর্ণিমা । ফলে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, জম্মু, কানপুর, কলকাতা, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৭ মে, ২০২৩ রবিবার হওয়ায় সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৯ মে, ২০২৩ হল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। তাই কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৩ মে, ২০২৩ মাসের দ্বিতীয় শনিবার। তাই সারা দেশে ব্যাঙ্ক বন্ধ।

১৪ মে, ২০২৩ রবিবার।

১৬ মে, ২০২৩ – সিকিমের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ মে, ২০২৩ হল রবিবার।

২২ মে, ২০২৩ পড়েছে মহারানা প্রতাপ জয়ন্তী। ফলে সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ মে, ২০২৩ কাজী নজরুল ইসলাম জয়ন্তী হওয়ায় ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ মে, ২০২৩ মাসের চতুর্থ শনিবার। ফলে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ হবে।

২৮ মে, ২০২৩ রবিবার।