Home আন্তর্জাতিক ব্রেনকে অল্প অল্প করে খে’য়ে নি’চ্ছে “জম্বি” অ্যামিবা! ভ’য়া’ন’ক অসুখে মৃ’ত্যু পাকিস্তানে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রেনকে অল্প অল্প করে খে’য়ে নি’চ্ছে “জম্বি” অ্যামিবা! ভ’য়া’ন’ক অসুখে মৃ’ত্যু পাকিস্তানে

জম্বিদের নিয়ে সিনেমা কার্যত হাড়ে হিম ধরিয়ে দেয়। বাস্তবে জম্বিদের উপস্থিতি আছে কি নেই সেই নিয়ে চলে নানা তরজা। তবে জম্বি অ্যামিবার প্রকোপে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে পাকিস্তানে।

পাকিস্তানের এক ব্যক্তির মস্তিষ্কে জম্বি আমিবা বাসা বেধেছে বলে জানা যাচ্ছে। এই আমিবা মস্তিষ্কের একাধিক অংশ খেয়ে ফেলেছে। সম্প্রতি পাকিস্তানে 69 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হল নাইগলেরিয়া ফাউলেরি নামের এই অ্যামিবা সংক্রমণে।

2011 সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানের প্রায় 90 জনের মৃত্যু হয়েছে এই রোগের সংক্রমণে। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে করাচিতে 30 বছর বয়সী এক তরুণের মস্তিষ্কেও অ্যামিবার অস্তিত্ব ধরা পরে।

আরো পড়ুন: সাধারণ পাথর ভে’বে ফে’লে দি’তে চেয়েছিলেন, ভাগ্যের জোরে ২০ কো’টি’র হীরের মালকিন হলেন বৃদ্ধা

তার আগেই 59 বছর বয়সী এই পাক নাগরিকের মৃত্যু হয়েছে। 2022 সালে পাকিস্তানের প্রথম কেউ অ্যামিবা সংক্রমণে মারা গেলেন। যার ফলে স্বভাবতই উদ্বেগ বাড়ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে লেক, নদী বা উষ্ণ প্রস্রবনের গরম জলে এবং মাটিতে এই প্রকারের অ্যামিবা পাওয়া যায়।

নদী এবং অন্যান্য জলাশয় সাঁতার কাটার সময় কিংবা জলে ডুব দিলে নাকের মাধ্যমে অ্যামিবামিশ্রিত জল শরীরে ঢুকে যায়। এরপর অ্যামিবা সরাসরি ব্রেনে পৌঁছে সেখানকার কোশ নষ্ট করতে শুরু করে দেয়।

আরো পড়ুন: চলন্ত ট্রেনে ঝুঁ’কে সেলফি তুলতে গি’য়ে প’ড়ে গেলেন যুবক, এরপর যা হলো

জলে ক্লোরাইড দেওয়া হলে এই অ্যামিবা ধ্বংস করা সম্ভব। তবে বাড়ি-বাড়ি জল সরবরাহের সময় প্রশাসন জলের মধ্যে ক্লোরাইড দিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

যদিও প্রশাসনের তরফ থেকে দাবি করা হচ্ছে জল খেলে সংক্রমণের সম্ভাবনা নেই। একমাত্র নাকের মাধ্যমেই সংক্রমণ ছড়াতে পারে। একবার এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর হার 97 শতাংশ। যার ফলে স্বভাবতই উদ্বেগ বাড়ছে।