সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই বিশেষ দিনগুলোতে মহিলাদের চুল ধো’য়া উ’চি’ত নয় একদম! কি বলছে শা’স্ত্র?

বিবাহিত মহিলাদের নানান রকম নিয়মবিধি পালন করতে হয়।। বিশেষ করে হিন্দু শাস্ত্রে বিবাহিত মহিলাদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে। বছরের শুরু এই সময় সকলেই যান নিজের পরিবারে নেমে আসুক সুখ-শান্তি। যাতে কোনোভাবে কোনো বিপদ গ্রাস করতে না পারে পরিবারের কাউকে। আর কথায় বলে সংসার সুখের হয় রমনীর গুনে। অবশ্যই বিবাহিত মহিলাদের কয়েকটি নিয়ম পালন করা উচিত।

শ্যাম্পু করা বা চুল ধোয়া এর কিছু নির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে। সপ্তাহের কোন কোন দিনে শ্যাম্পু করা উচিত নয় জানেন কি! যেমন মঙ্গলবার শ্যাম্পু করলে পরিবারে নেতিবাচক প্রভাব পড়ে। কোন কারণে শ্যাম্পু করতে হলে আমলকির রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। এছাড়া বুধবার শ্যাম্পু করলে বিবাহিত মহিলার ভাইকে নানান বিপদে পড়তে হতে পারে। এছাড়া পরিবারের কাছের মানুষের রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার কখনোই চুল ধরবেন না এতে দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে থাকেন। এছাড়া স্বামীর আয়ু কমে যায় এবং পরিবারে নানান রকম আর্থিক সংকট দেখা যায়। শুক্রবার চুল ধোয়ার ক্ষেত্রে সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। এই দিন চুলে শ্যাম্পু করলে মা লক্ষ্মী, বেশ সন্তুষ্ট হয়ে থাকেন। এছাড়া শনিবার যদি কেউ চুল ধুয়ে থাকেন তবে শনির কোপে তাকে পড়তে হতে পারে।

আরো খবর: ক্রীড়া জগতে খা’রা’প খবর, জো’ড়া ক্যা’ন্সা’রে বি’দ্ধ প্রাক্তণ টেনিস প্লেয়ার মার্টিনা নাভ্রাতিলোভা

এমনকি বিপদ কখনো পিছু ছাড়বে না শনিবার চুল ধুলে। তবে রবিবার যদি চুল ধুতে চান কোন বাধা থাকবে না তাই রবিবার মনের আনন্দে চুল ধুতে পারেন। মনে রাখবেন সোমবারেও চুল ধোয়া বা শ্যাম্পু করা মোটেও ভাল কাজ নয়। সোমবারে চুলে শ্যাম্পু করলে শত্রুর পরিমাণ বাড়তে পারে।

স্বামী যদি ব্যবসা বা চাকরি করে থাকেন তবে নানান রকম অপমানের সম্মুখীন হতে হবে তাকে।। তাই সবদিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু মাথায় শ্যাম্পু করুন।