সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্রীড়া জগতে খা’রা’প খবর, জো’ড়া ক্যা’ন্সা’রে বি’দ্ধ প্রাক্তণ টেনিস প্লেয়ার মার্টিনা নাভ্রাতিলোভা

নতুন বছর পড়তে না করতেই খেলার জগতে দুঃসংবাদ নেমে এলো। একদিকে বছরের শেষেই ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন ফুটবলের রাজপুত্র পেলে। ফুটবলের দুনিয়ায় যা অপূরণীয় ক্ষতি এবার টেনিসের দুনিয়ায় আবারও এক খারাপ খবর। মার্টিনা নাভ্রাতিলোভা জোড়া ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। টেনিস তারকার গলায় এবং স্ত’নে ক্যান্সার। ধরা পড়েছে সোমবার। আর সে কথাই তিনি জানিয়েছেন ভক্তদের।

তবে তিনি আশা প্রকাশ করেছেন দ্রুত চিকিৎসা করে সুস্থ হয়ে উঠবেন তিনি আবারো ফিরে আসবেন তার নিজের জগতে। প্রসঙ্গত গত নভেম্বর মাস থেকেই হঠাৎ করে ঘাড়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি প্রথমে কিছুটা আমল না দিলেও পরে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে তার ঘাড়ে টিউমার। এরপর তার গোটা শরীর পরীক্ষা করানো হয় দেখা যায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে তার স্ত’নে। বছর তারও আগে রেডিয়েশন থেরাপির মাধ্যমে স্ত’ন ক্যান্সার থেকে মুক্তি পেয়েছিলেন মার্টিনা।

আবারও তার শরীরে জাকিয়ে বসেছে ক্যান্সারের থাবা। যদিও চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন আর ক্যান্সার হবার কোন সম্ভাবনা নেই কিন্তু মারণ ব্যাধি আবারও দেখা দিয়েছে মার্টিনার শরীরে। চিকিৎসা সম্পর্কে বলতে গিয়ে টেনিস তারকা জানিয়েছেন এই জোড়া উপহার আমার কাছে খুবই উদ্বেগের কিন্তু আসার কথা এটা সারানো যায় আশা করছি কিছু ভালো হবে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন কয়েকদিন কষ্ট হবে কিন্তু তার মধ্যে ঈশ্বর যে শক্তি দিয়েছেন সেই সবটা দিয়ে লড়ে যাবেন তিনি।

আরো খবর: গ্রাহকদের জন্য পরিষেবায় ব’ড়ো পরিবর্তন আনলো PNB, বা’ম্পা’র সুযোগ-সুবিধা

টেনিস তারকার এক মুখপাত্র জানিয়েছেন প্রাথমিক স্তরে ক্যান্সার ধরা পড়েছে তাই চিন্তার কোন কারণ নেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন তিনি। গলার ক্যান্সারের চিকিৎসা শুরু করবেন একমাস পরে। প্রসঙ্গত গলার ক্যান্সার প্রথম পর্যায়ে ধরা পড়লে ৯০ শতাংশ ক্ষেত্রে রোগী মাত্র পাঁচ বছর বাঁচেন। যদিও স্ত’নে’র ক্যান্সারের চিকিৎসা কবে শুরু হবে সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন ঘাড় এবং গলার মধ্যে কোন সংযোগ নেই।

তাই শরীরে এই ক্যান্সার ছড়িয়ে পড়ার কোন লক্ষণ নেই বলেই তারা আশাবাদী। ১৯৭৪ থেকে ২০০৬ পর্যন্ত টেনিস খেলেছেন মার্টিনা। সিঙ্গেল ডাবলস মিক্সড ডাবল সবমিলিয়ে ৫৯টি গ্রান্ড স্ল্যাম রয়েছে তার। যে কোন মহিলা খেলোয়াড়দের থেকে বেশি উইম্বলডন জিতেছেন তিনি। ২০২২ সালে উইম্বলডনের শতবার্ষিকী উপলক্ষে তাকে সম্মানিত করবার কথা ছিল। যদিও হঠাৎ তিনি করোনায় আক্রান্ত হওয়ায় সেই অনুষ্ঠান ভেস্তে যায়।