সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক পিস আলুর চিপসের দা’ম মাত্র দেড় লাখ টা’কা! কি আ’ছে তাতে?

সারা পৃথিবীতে কতইনা অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। সোশ্যাল মিডিয়া মারফত আমরা তা জানতে পারি। সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই নানা খবর ভাইরাল হয়।

সম্প্রতি ভাইরাল হয়েছে একটি আলুর চিপস! কারণ মাত্র 1 পিস আলু চিপসের দাম নাকি 2 লক্ষ টাকা! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই ঠিক‌। ইতিমধ্যেই এই চিপস বিক্রি জন্য অনলাইনে ছাড়া হয়েছে।

এই খবরে স্বভাবতই অনেকেই অবাক হয়েছেন। আলুর চিপস এর দাম এত বেশি কি করে হয় ভেবে পাচ্ছেন না কেউই। অনলাইন কেনা-বেচার বাজার সাইটে এই আলুর চিপস বিক্রির জন্য লন্ডনের এক বাসিন্দা বিজ্ঞাপন দিয়েছিলেন।

আরো পড়ুন: কলকাতায় তিনটি ভু’য়ো কল সেন্টার থেকে ধৃ’ত ২০ জন

অনিয়ন ফ্লেভার স্পেশাল চিপস ছিল সেটি। তার কথায় এটি একেবারে ব্র্যান্ড নিউ, অব্যবহৃত, খোলা হয়নি এবং কোন ভাবে ক্ষতিগ্রস্থ নয়। সে কারণে এক পিস আলুর চিপসের দাম 2000 ইউরো ধার্য করা হয়েছে।

ভারতীয় মুদ্রায় এই দাম হয় প্রায় এক লাখ 63 হাজার টাকার কাছাকাছি। চিপসের অভিনব আকৃতি এর এত দাম হওয়ার পিছনে কারণ বলে দাবি করছেন ওই ব্যক্তি।

এর মাথার দিকে অন্যরকম ভাঁজ রয়েছে। এর ফলে এর দাম অনায়াসে প্রায় 2 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে স্বভাবতই ভাইরাল হয়ে গিয়েছে এই এত দামি আলুর চিপস।